Saturday, March 31, 2012

জোকস নং ৬৯২


মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেছেন এক খেলোয়াড়। 
কোচ দ্রুত ছুটে এলেন মাঠের মধ্যে। 
তারপর খেলোয়াড়ের কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে বলতে লাগলেন, ‘তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পেলে একটা হাত ওপরে তুলে নাড়ো। 
আর শুনতে না পেলে দুই হাত ওপরে তুলে নাড়ো।

কোচের নির্দেশনা শুনে মজা পেলে লাইক দিতে ভুলবেন না

জোকস নং ৬৯১


হাবলু: বাসার পাশের রাস্তায় কুকুরগুলো রোজ রাতে নিয়ম করে হল্লা করে। কিছুতেই ঘুমাতে পারি না
ডাক্তার: এই ঘুমের বড়িটা নতুন এসেছে। খুব ভালো কাজ দেয়
হাবলু ওষুধ নিয়ে চলে গেল। কিন্তু এক সপ্তাহ বাদেই ফিরে এসে বলল, ‘এখনো আমার ঘুমের সমস্যা হচ্ছে।
ডাক্তার প্রশ্ন করে, কিন্তু ওষুধটা তো বেশ ভালো। অনেকেরই কাজ হয়েছে
হাবলু: তাতে কি, সারা রাত কুকুরগুলোকে ধাওয়া করে একটা যদিও ধরতে পারি, কিছুতেই বদমাশটাকে ওষুধ গেলানো যায় না

জোকস নং ৬৯০ (18+)


খ্যাচাঁ মিয়া তার স্ত্রীর sex এর secret code হলোপরোটা ভাজি.”
প্রতিদিন সকালে খাবার টেবিলে খ্যাচাঁ মিয়া, তার স্ত্রী তাদের বছরের বাচ্চা একসাথে খেতে বসে
খ্যাচাঁ মিয়া প্রতিদিন সকালে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, ” কাল রাতে কয়টা পরোটা ভাজলাম?”
তার স্ত্রী কখনো উত্তর দেয় ৩টা, কখনো ৪টা, কখনো ৫টা,৬টা,৭টা
একদিন সকালে তার স্ত্রী বলল ৫টা
কিন্তু খ্যাচাঁ মিয়া বলল ৪টা
তারা কিছুতেই এই বিষয়ে এঁকে অপরের সাথে একমত না।এই নিয়ে তাদের মধ্যে মহা তর্ক শুরু
তাদের ১৭ বছরের একটা কাজের ছেলে ছিল। 
তখন ছেলেটি খাবার টেবিলে নাস্তা দিতে দিতে বলল,” কাল রাতে খালুরে দুধ দিতে আপনাদের রুমে ঢুকছিলাম,ঢুইকা দেখি তাওয়া ( fry-pan) গরম আছে,তাই আমিও একটা পরোটা ভাইজা ফেলসি।