তন্বী আর আনিকা দুই বান্ধবী দিনভর ফোনে কথা বলে। এদিকে মাস শেষে ফোনের বিল গুনতে গিয়ে তাদের স্বামী বেচারাদের প্রাণ যায় যায়।
ফোনের খরচ কমাতে দুজনের স্বামী বুদ্ধি আঁটল।
তারা কম্পিউটার কিনল, সঙ্গে ইন্টারনেট সংযোগ।
তন্বী আর আনিকাকে বলা হলো, তারা যেন ই-মেইলের মাধ্যমে যোগাযোগ রাখে।
পরদিন আনিকাকে ফোন করল তন্বী।
তন্বী: হ্যালো আনিকা, তোকে একটা মেইল করেছি, দেখেছিস?
আনিকা: হ্যাঁ!
তন্বী: মেইলের দ্বিতীয় লাইনটা পড়েছিস? জানিস, প্রথম লাইনটা লিখতেই আমার দ্বিতীয় লাইনটা মনে পড়ল। আর মলি ভাবীর ঘটনাটা পড়েছিস?
হা হা হা…।
শোন, মলি ভাবীর ব্যাপারটা আসলে … . . .!
এইবার খরচ কত গুন হইবার পারে?
ফোনের খরচ কমাতে দুজনের স্বামী বুদ্ধি আঁটল।
তারা কম্পিউটার কিনল, সঙ্গে ইন্টারনেট সংযোগ।
তন্বী আর আনিকাকে বলা হলো, তারা যেন ই-মেইলের মাধ্যমে যোগাযোগ রাখে।
পরদিন আনিকাকে ফোন করল তন্বী।
তন্বী: হ্যালো আনিকা, তোকে একটা মেইল করেছি, দেখেছিস?
আনিকা: হ্যাঁ!
তন্বী: মেইলের দ্বিতীয় লাইনটা পড়েছিস? জানিস, প্রথম লাইনটা লিখতেই আমার দ্বিতীয় লাইনটা মনে পড়ল। আর মলি ভাবীর ঘটনাটা পড়েছিস?
হা হা হা…।
শোন, মলি ভাবীর ব্যাপারটা আসলে … . . .!
এইবার খরচ কত গুন হইবার পারে?