Showing posts with label খাইয়া যা কথা চিত্র নিবেদিত ছিঃনেমা।. Show all posts
Showing posts with label খাইয়া যা কথা চিত্র নিবেদিত ছিঃনেমা।. Show all posts

Sunday, July 3, 2011

ছবি ৩। - "গান্জা খাইয়া গান গাই"

এক হৃদয়হিন যুবকের হৃদয় পোরার কাহিনি নিয়ে নির্মিত। সময়ের ছেরা ছেকামাইসিন চিনেমা
                                           . . . . . . . . . . .. . . . . . . সিন-১ . . . . . . . . . .
(রমনা পার্কের উত্তর সাইডের শেষ ঝোপের চিপায় বপু আর দেলের কথপোকথন). বপু : চিপায় আইন্না চাপাচাপি আর কয়দিন? এইবার নিজের পায় খাড়াও আমার বাপের কাছে তোমার বাপরে পাডাও। দেল : বপুউউউউ. . .। বেগুনের বিচি কাঠাঁলের বিচির মতো হয়া যাইবার পারে।... তাও আমার বাপের মতো নামি দামি চিঙ্গার গে হইতে পারে না না না না। বপু : ওরে বিচি পোড়া। আমি আমগো বিয়ার প্রস্তাব নিয়া যাইতে কৈচি। (হঠাত্‍ দেল লাফ দিয়ে দাঁড়িয়ে যায়). দেল : এই যে আমি রুপসা চপ্পল পায় দিয়া খাড়াইচি। আমি কি নিজের পায় খাড়াই নাই? কৈলে মাঝখানের পাও ও খাড়া করুম। টাকার অভাবে শেভ করতে পারি না। তাও দুই টাকা দিয়া লোকাল বাসের পিছের চিপার সিটে বৈয়া তুমার লগে চিপা লিলা খেলা খেলতে আহি। তুমি আমার এই প্রচেষ্টারে তোমার কথার চিপায় ফালাই চাপা চাপা কৈরা দিবা? তোমার দুই পায়ের চিপায় চাপ দেয়ার চিপা সুযোগ কি এই চাপা হৃদয় থুক্কু দেল খানরে দিবা না? আমার চাপ দাড়ির কসম। বপু : আমি কৈচি টাকা পয়সা কামাই করো। বিয়ার পর তো আর ললিপপ খাইয়া পেট ভরবো না। দেল : ওকে। আমি তোমারে টাকা কামাই কৈরা দেহামু। আজকের মতো চাপা বিদায়।
 . . . . . . . . . . . . . সিন-২ . . . . . . . . . . . . .

Thursday, June 30, 2011

ছবি ২। উরন্ত প্রেমের দূরন্ত ছবি.. ** "বিয়া করমু" **

. . . . . . সিন-১ . . . . . .
বাঁশ বাগানে পাংখা আর জরিনা কথা বলছে |
জরিনা : এইবার কুইলাম মোরে বিয়া করাই লাগবে। আর কতো মাগনা খাবা। খাইতে খাইতে তো পুরা দোকান ডাই খাইয়া ফালাইলা।
পা : হ সোনা। মোর ও আর একলা একলা ঘুম আহে না। তাইতো রাইতে কামের মাইয়া বাতাসী রে ডাকি |
জ : মানে? পা : মানে বাতাসী রে ডাইকা কুলবালিশ ডা দিয়া যাইতে কুই। আচ্ছা যাও আইজকাই বাপেরে কমু |
(গান) যদি জামাই সাজো গো বড় সুন্দর লাগবে গো .. বড় বড় আরো বড় আপেল খেতে চাই আপেলের ই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। বন্ধু তিন দিন তোর ললি খাইলাম মজা পাইলাম না বন্ধু তিনদিন। ও জরিনা গেছোস কিনা ভুইলায় আমারে আমি অহন ললি খাওয়াই শখ প্রভারে।
 . . . . . .সিন -২ . . . . . .
পাংখা আর গিট্টু মিয়া রাতের খাবারের পর : :

Friday, June 24, 2011

ছবি ১ || ¤" ললিপপ আমার

"¤দৃশ্য : (খাশিব খানের হাত পা বাঁধা। উন্মুক্ত ললি। সামনে পাঁচ নায়িকা।)
খাশিব : ছেড়ে দে আমাকে। তোদের ঘরে বাপ ভাই নেই? আমার এতো বড় সর্বনাশ করিস না।।
ভয়ুরী : মুহাহা। আজ তোর ললিপপ কে বাঁচাবে?? কামড়ে খাবো! তোর বিশাল ভুড়ি ও তোর ললি বাঁচাতে পারবে না।
প্রবা : ললিপপ আমারে দিয়া দে কুইলাম। ভুড়ি দিয়া ললি ঢাকা যায় না।
খাশিব : আল্লার দোহাই। আমাকে ছেড়ে দাও। :'( :'( :'( আমি এখনো বিয়া করি নাই। আমার টা তুমরা খাইলে আমার বৌ খাইবো কী? :'( :'(
বখ : ভুনভুন বু তুই অর পাও চাইপ্পা ধর। শালায় বেশী ফালায়। ওর ললি আজকা ছিঁড়া ফালামু।
 রৈতি : খাশিব! আজকে তোর যৌবন রস আমরা পান করবো। হাহাহা। মনে পড়ে ওই দিনের কথা? ললির বিনিময়ে আপেল এর কথা বুইলা আপেল খাইছিলি, ললি দ্যাস নাই।
 ঠাপনুর : থাম তোরা। ওর ললিপপ খাওয়ার আগে একটু নাচা গানা দরকার। মিলারে ডাক। ওরেও ভাগ দিমুনে।