Friday, December 16, 2011

জোকস নং ৪৫০ (১৮+)

জেনারেল ক্রুশ্চেভ একবার একটি শুয়োরের খামার পরিদর্শনে গেলেন। শুয়োরের খাচার সামনে দাঁড়িয়ে ছবি তুললেন। কিন্তু সাংবাদিকরাপড়লো মহা বিপদে। কাল সকালে পত্রিকায় জেনারেলের ছবি আসবে কিন্তু ছবির ক্যাপশন কি লিখবে?
"শুয়োর পরিবেষ্টিত জেনারেল ক্রুশ্চেভ"

- না হলো না।

"শুয়োরদের সাথে জেনারেল ক্রুশ্চেভ"

- না এবারো হলো না।
পরদিন পত্রিকায় ছবি এল, ছবির ক্যাপশন হলো; "জেনারেল ক্রুশ্চেভ, বাম থেকে তৃতীয়"!


জোকস নং ৪৪৯ (১৮+)


এক ৮০ বছরের লোক গেছে ডাক্তার এর কাছে।

- ডাক্তার সাহেব , আমার ২০ বছরের নতুন বউ টা প্রেগন্যান্ট।

ডাক্তার আপনাকে একটা গল্প বলি। একবার এক রাজা গেছে শিকারে। কিন্তু তারাতারি যাওয়ার জন্য সে ভুলে তার রাইফেল না নিয়ে একটা ছাতা নিয়ে গেছে। তো জঙ্গলে যখন তার সামনে একটা সিংহ আসলো সে তখন ছাতা দিয়ে শব্দ করতে থাকলো আর সিংহ টা মারা গেলো।

৮০ বছরের লোক টা- এটা কিভাবে সম্ভব্? অবশ্যই অন্য কেউ সিংহ টা কে গুলি করেছিলো।

ডাক্তার্ঃ জি, আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি যে আপনার বউ ও সেভাবেই , , , , , , তাই আপনার এতো চিন্তা করার কোনো দরকার নাই।

জোকস নং ৪৪৮ (১৮+)


টিচার: এই ছেলে , তুমি তোমার বিড়ালকে তোমার সাথে স্কুল এ এনেছো কেনো?

ছাত্রঃ কারন আজ সকালে স্কুল এ আসার সময় শুনেছি যে বাবা খালামনি কে বলতেছে
I will eat that pussy (!!) when my son will go to school.” 

তাই আমি ভয়ে বিড়ালটা সাথে করে নিয়ে এসেছি

[
বাবায় "Pussy" মানে কি বুঝাইলো আর ছেলে "Pussy" মানে কি বুঝলো !!! ]

জোকস নং ৪৪৭


সৈনিকদের ক্লাশ নিচ্ছেন ক্যাপ্টেন। মাধ্যাকর্ষন সম্পর্কে বুঝাচ্ছেন। 
তিনি বললেন, কোন কিছু যত উপরেই ছুঁড়ে দেয়া হয় না কেন তা আবার মাটিতে এসে পড়বে।
হঠাৎ এক সৈনিক দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার মাটিতে না পড়ে যদি পানিতে পড়ে তাহলে?
ক্যাপ্টেন - ওটা নৌবাহিনীর ব্যাপার তোমার না জানলেও চলবে।

জোকস নং ৪৪৬


বাবাঃ যখন আমি তোমাকে ভিডিও গেম খেলায় হারাই তখন তুমি রাগ "Control" করো কিভাবে?

পুত্রঃ তখন আমি বাথরুম পরিষ্কার করি ।

বাবা: (হাসতে হাসতে)বাথরুম পরিষ্কার করে রাগ কমাও কিভাবে?

পুত্রঃ কারণ আমি তোমার টুথব্রাশ দিয়ে বাথরুম পরিষ্কার করি।

জোকস নং ৪৪৫ (১৮+)


স্ত্রীঃ (গলায় উৎকণ্ঠা) বারান্দায় অমন কাপড়-চোপড় ছাড়া দাঁড়িয়ে আছো কেন? মানুষ তোমার জিনিস দেখছে! 
স্বামীঃ (গুরুত্ব না দিয়ে) তাতে কি?
স্ত্রীঃ আহা ভিতরে আস, মানুষ ভাববে আমি তোমায় টাকার লোভে বিয়ে করেছি।

জোকস নং ৪৪৪


এক মহিলা প্রতিদিন তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে - সকল প্রশংসা আল্লাহর।
পাশের বাড়ির এক নাস্তিক তাই শুনে জবাব দেয় - আল্লাহ বলতে কিছু নেই।
একদিন মহিলা বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করলো - আল্লাহ, আমার বাজারটা করে দাও। একটু পরে সে দেখলো তার বাড়ির বাইরে ব্যাগ ভর্তি তরকারি -মাছ ইত্যাদি পড়ে আছে। সে তা দেখে চিৎকার করে বললো - সকল প্রশংসা আল্লাহর। পাশের বাড়ির নাস্তিকটি বললো, আল্লাহ বলে কিছুই নেই। আমি ওই বাজার করে দিয়েছি।
মহিলা বললো - সকল প্রশংসা আল্লাহর। তিনি শুধু আমার বাজারই করে দেননি, শয়তানকে দিয়ে তার দামও পরিশোধ করিয়েছেন।

জোকস নং ৪৪৩ (১৮+)


টিচার্- মনে করো তুমি তোমার গার্লফ্রেন্ড এর সাথে কোথাও ডিনার খেতে গেছো ,এমন সময় তোমার বাথরুম এ যেতে হবে, তাহলে তুমি তাকে কি বলে যাবা?

কুদ্দুস: এক মিনিট দাড়াও, আমি প্রসাব করে আসতেছি।

টিচার: এটা খুব খারাপ শুনায়, এর থেকে ভালো কেউ পারবা?

লালুঃ জান আমি দুঃখিত , কিন্তু আমাকে বাথরুম এ যেতে হবে, আমি একটু পরেই আসতেছি।

টিচার: এটা অনেক সুন্দর্, এর থেকে ভালো কেউ পারবা?

বল্টুঃ জান আমাকে একটু যেতে হবে ২ মিনিট এর জন্য, আমার এক ফ্রেন্ড (Penis) এর সাথে হাত মিলায় আসি, তুমি চিন্তা করো না, আমাদের ডিনার এর পর তুমিও আমার ঐ ফ্রেন্ড তার সাথে পরিচিত হবা।

এটা শুনার সাথে সাথেই টিচার অজ্ঞান হইয়া পড়ে গেলো।

জোকস নং ৪৪২


অন্ধকার কবরস্থান। গত একমাস ধরে এক লোক প্রতিদিন অফিস থেকে ফেরার পথে একটি কবরের পাশে বসে বিলাপ করে, “কেন তুমি মরে গেলে !! কেন? কেন? ” 
কদিন ধরে এই দৃশ্য দেখে কবরস্থানের দারোয়ান একদিন তাকে সন্ত্বনা দেবার জন্য এগিয়ে এল।
: কার কবর এটা আপনার বাবার? না ভাইয়ের? না গার্লফ্রেন্ডের?
লোকটি ফুঁপিয়ে উঠে বলল, আমার স্ত্রীর প্রথম স্বামীর।

জোকস নং ৪৪১ (১৮+)


তিন লোক গেছে এক যায়গায় ঘুরতে। সেখানে যেয়ে তারা অনেক গুলো মেয়ে কে দেখলো এবং তাদের সাথে খাতির জমালো। কিছু সময় পর এক বিরাট লোক এসে তাদের কে বললো - এসব আমার সম্পত্তি, আমি এখানের রাজা, আমাকে না বলে এসব মেয়ের সাথে কথা বলার জন্য তোমাদের শাস্তি দেয়া হবে। তোমাদের যার যা পেশা সে অনুসারেই শাস্তি দেয়া হবে তোমাদের।

সে ১ম জন কে জিগ্গেস করলো যে তার পেশা কি?

১ম জন - আমি এক জন পুলিশ।

লোক- তাহলে তোমার পেনিস () এ গুলি করা হবে।

লোকটা ২য় জন কে একই প্রশ্ন জিগ্গেস করলো।

২য় জন - আমি একজন ফায়ার ম্যান। আগুন নিভানোর কাজ করি।

লোক - তাহলে তোমার পেনিস এ আগুন ধরিয়ে দেয়া হবে।

লোকটা এবার ৩য় জন কে জিগ্গেস করলো।

৩য় জন - লজ্জা পেয়ে বললো - আমি একজন ললিপপ বিক্রেতা 

জোকস নং ৪৪০ (১৮+)


এক বিজ্ঞানী জঙ্গলে দীর্ঘদিন যাবত যৌন ক্ষমতা বৃদ্ধি নিয়া গবেষনায় মত্ত। অবশেষে তিনি একটা ইঞ্জেকশন আবিস্কার কইরা ফালাইলেন। এখন টেষ্ট করানোর জন্য কেউরে পাইতেছে না। শেষমেষ নিজের পোষা বিড়ালের উপর সেইটা প্রয়োগ কইরা দিলেন। বিলাই যৌন উন্মাদনায় উত্তেজিত হইয়া যেইখানেই ফুটা পায় সেখানেই করা শুরু করে। বিজ্ঞানী সফল হইলে ও বিলাই লইয়া বিপদে পইড়া গেলেন। বিলাইয়ের সেক্স কিছুতেই কমে না। যখন যা পায় সেইটার লগেই সেক্স করবার যায়। শেষে বিজ্ঞানী বিলাইরে ধইরা ডীপ ফ্রীজে ঢুকাইয়া রাখল যাতে মইরা গেলে সকালে ফালাইয়া দিতে পারে। সকালে বিজ্ঞানী ফ্রীজ খুইলা তাজ্জব হইয়া গেল, দেখল বিলাই খালি ঘামাইতেছে আর ঘাম মুছতেছে। বিজ্ঞানী জিগাইল কিরে তুই মরস নাই ? 
বিলাই চিল্লাইয়া কইলঃ শালা, কাচা মুরগির লগে করা যে কি কষ্ট সেইটা তুই কি কইরা বুঝবি?

জোকস নং ৪৩৯ (১৬+)


"SINGLE" থাকার সুবিধা-

১) আপনি ভালভাবে ঘুমাতে পারবেন,

২) আপনার সময় এবং টাকা বাচাতে পারবেন,

৩) গভীর রাত এ কোনো মিসড কল আসবে না,

৪) কম রেট এর প্যাকেজ এক্টিভ করা লাগবে না,

৫) দিনে ২-৩ বার টাকা রিচার্জ করা লাগবে না,

৬) যে কোনো ছেলে অথবা মেয়ের সাথে নির্দ্বিধায় কথা বলা যায়,

৭) আর সব থেকে বড় সুবিধা , এই স্ট্যাটাস টাও আপনার ওয়াল শেয়ার করতে পারবেন কোনো ভয় ছাড়াই, আপনার উপর কেউ এতে রাগ করবে না

জোকস নং ৪৩৮ (১৮+)


এক লোক অফিস এ তার সহ কর্মী কে দেখলো যে সে কানে একটা কানের দুল পড়ছে। এটা দেখে লোক টি অবাক হলো, কারণ সে জানতো যে তার সহ কর্মী লোক টি অনেক কনজার্ভেটিভ , তাই সে জিগ্গেস করলোঃ ভাই, তোমার কানে এটা কি?
২য় জন্ঃ আরে ভাই, এটা শুধুই একটা কানের দুল্।
১ম জন্ঃ কিন্তু তুমি তো আগে কানের দুল পড়তা না, হঠাৎ করে কানের দুল পড়া শুরু করছো কবে থেকে?
২য় জন্ঃ যেদিন আমার বউ আমাদের বিছানায় এই কানের দুল টি পেয়েছে সেদিন থেকে।

জোকস নং ৪৩৭ (১৮+)


খ্যাচাঁ মিয়াদের বাসায় গরুর খামার আছে। অনেক গরু। তো প্রতিদিন সকালে গরুর দুধ দুইতে দুইতে ওর বাবার হাত ব্যথা হয়ে যায়। তো একদিন খ্যাচাঁর বাবা বাজার থেকে একটা মেশিন নিয়ে আসলো। ওইটা গাভীর স্তনে লাগিয়ে বোতাম চাপলে অটো দুধ বের হতে থাকে। খ্যাচাঁ মিয়া তখন কিছুটা বড় হইছে। তো ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। কেমন আরাম লাগে দেখার জন্য সে দুধ দোওয়ার মেশিনটা জায়গামত লাগিয়ে সে আরামে উপভোগ করতে লাগলোতো কিছুক্ষণ পর খ্যাচাঁর হয়ে গেলো। কিন্তু মেশিন থামে না। সে তন্ন তন্ন করে খুঁজেও মেশিনের আর কোনো বোতাম পায়না। ইতিমধ্যে তার আরো একবার হয়ে গেলো। কিন্তু মেশিন থামে না। চলছেই। খ্যাচাঁ দেখে যে মাত্র একটাই বোতাম মেশিনে, বার বার সে ওইটাই চেপে চলে কিন্তু মেশিন থামে না। ইতিমধ্যে আর একবার হয়ে গেলো। খ্যাচাঁ পাগল হয়ে গিয়ে ক্যাটালগ খুজে দেখে সেখানে লিখা.....
This machine will stop automatically after minimum one liter discharge.

জোকস নং ৪৩৬(১৮+)


অনেকদিন পর কলেজে গেলাম। দেখি বড় আপুরা যাইতেছে আর সাথে তাদের বড় বড়, ফুলা ফুলা, ঝুলতে থাকা...
.
.
.
হ্যান্ডব্যাগ।
আর ভাইয়ারা দূর থেকে তা দেখে এক হাত দিয়া ধরে জোরে জোরে ঝাকাইতেছিলো. . .
.
.
.
মোজো এর বোতল।

জোকস নং ৪৩৫ (১৮+)


ছেলে এবং ইংরেজি লেটার Q এর মাঝে মিল কি বলতে পারেন? 

দুইটাই মূল্যহীন বা জিরো (0) হয়ে যায়, নিচের ওইটা ছাড়া।

জোকস নং ৪৩৪ (১৬+)


কেল্টু বিয়ার খাবার জন্য বারে ঢুকেই দেখতে পেল তার বহুদিনের পুরোন বন্ধু বল্টু বিষন্ন বদনে বসে আছে। আর তার সামনের টেবিলে খুব বেশি হলে দশ ইঞ্চি লম্বা এক মানুষ বসে বসে তেমনি ছোট একটা পিয়ানো বাজাচ্ছে এক মনে। 
কেল্টু ভিষন আশ্চর্য হয়ে বল্টুকে জিজ্ঞেস করলো 
- আরে বল্টু, এই দশ ইঞ্চি লম্বা মানুষ কোথায় পেলে তুমি?!
বল্টু উত্তর দিল - তুমি তো জানো কিছুদিন আমি চীন গিয়েছিলাম। ওখানে অদ্ভুত এক যাদুর পাথর পেয়েছি । সে পাথর যে কারো ইচ্ছা পুরন করে। তবে একজনের কেবল একটি ইচ্ছাই পুরন করে সে। তার মাধ্যমেই আমি এই লিলিপুটকে পেয়েছি।
কেল্টু উদগ্রিব হয়ে জানতে চাইলো - তোমার কাছে কি আছে এখন পাথরটা? 
বল্টু হ্যা সুচক মাথা ঝাকালো।
কেল্টু আরো উদগ্রিব হয়ে বলল - তাহলে আমাকে একবার দাও ওটা! আমি আমার একটা ইচ্ছা পুরন করি, প্লিজ!!
বল্টু বলল - ঠিক আছে, দিচ্ছি। তবে তোমার ইচ্ছাটা বলার সময় একটু স্পষ্ট করে বলো। পাথরটা চীনা বংশোদ্ভুত কিনা, তাই বোধহয় এর অন্যভাষা বুঝতে সমস্যা হয়। এই বলে সে কেল্টুর হাতে একটা ছোট নীল পাথর ধরিয়ে দিল।
কেল্টু মহা উত্তেজিত হয়ে একটা নির্জন জায়গার খোঁজে ওয়াশ রুমের দিকে গেল। কিছুক্ষন পরে চোখে বিভ্রান্ত দৃষ্টি নিয়ে সে বেড়িয়ে এলো। আর তার পিছে পিছে বেড়িয়ে আসতে লাগলো হাজার হাজার হাঁস। 
সে বল্টুর কাছে গিয়ে অনিশ্চিত কন্ঠে বলল - আমি কিছুই বুঝলাম না।
'I asked the stone for a million bucks and suddenly I am surrounded by millions of ducks!!'
বল্টু মুচকি হেসে বলল - তোমার কি মনে হয়? আমি কি পাথরটার কাছে ১০ ইঞ্চি 'Pianist' চেয়েছিলাম?

জোকস নং ৪৩৩ (১৬+)


আপনি জানেন কি? 
পরীক্ষার হল-ই দুনিয়ার একমাত্র জায়গা, যেইখানে একটা মেয়েকে Openly বলা যায়....
একটু 'দেখাও' না Please! একটু দেখাইলে কি হয়?

জোকস নং ৪৩২ (১৮+)

এক লোক বিয়ের বিশ বছর পর মারা যাচ্ছে, বউকে কাছে ডেকে বললো, "আমি খারাপ লোক, আমার মত খারাপ স্বামী জগতে নাই,, আমি বিরাট পাপী, 
বউ বললো কেন তুমি কি করছো?? 
লোকটি বললো, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছি, তোমাকে ঠকাইছি, আমি অন্য মহিলার সাথে সম্পর্ক রাখছিলাম, তারপর বললেন খাটের নিচের বড় বাক্সটা আনো, বউ এনে দিলো, দেখা গেলো সেখানে তিনটি বোতল আর দুই হাজার পাউন্ড পড়ে আছে।
লোকটি বললো দেখো বোতলগুলো দেখো, যতবার আমি অন্য মহিলার সাথে শুয়েছি ততবার একটা হুইস্কির খালি বোতল জমা করেছি। বউ বললো মন খারাপ করো না, বিশ বছরে মাত্র তিনবার তুমি অন্য মহিলার সাথে শুয়েছো, এটা কোন ব্যাপারই না, তুমি যে অপরাধ স্বীকার করছো সেটাই আমার কাছে অনেক বড়ো, তিনবার বিশ্বাস ভাঙা কোন ব্যাপার না, তোমাকে মাফ করে দিলাম। তারপর বউ জিজ্ঞেস করলো, আচ্ছা!! দুই হাজার পাউন্ড কোথেকে এলো, লোকটি উদাস গলায় বললো, যতবার বিশটা বোতল জেমছে ততবার আমি সেগুলো এক পাউন্ডে বিক্রি করে দিয়েছি!!!!!!!