Sunday, September 11, 2011

জোকস নং ২৮৭

এক লোক একবার "blood test" করতে গেছে, তো নার্স তার আংগুল থেকে রক্ত নিলো, কিন্তু আশেপাশে তুলা না থাকায় আংগুল চুষে রক্ত পড়া বন্ধ করলো।

লোকটি তখন অনেক খুশী হয়ে জিগ্গেস করলো নার্স কে, আচ্ছা আমি কী আজকে একটা ইউরিন টেষ্ট করতে পারি?

জোকস নং ২৮৬

এক ছেলে তার গার্লফ্রেন্ড কে নিয়ে সিনেমা হল এ গেছে। হঠাৎ মেয়েটি বলে উঠলোঃ ডার্লিং , আমার পাশের লোক টি ""(হস্ত মৈথুন্) করতেছে।

ছেলেটিঃ রাগ করো না ডার্লিং, সে তার মতো করে করুক্।

মেয়েটিঃ নাহ ডার্লিং, রাগ করব কেন? সে তো আমার হাত দিয়েই কাজ তা করতেছে।

Thursday, September 8, 2011

জোকস নং ২৮৫

দুই বন্ধুর আলাপচারিতা :
-আচ্ছা তুই নাকি কামালের স্ত্রী’র সাথে পালিয়ে যাবার চিন্তা করেছিলি?
-হ্যাঁ। সেদিন ওর স্ত্রীকে নিয়ে পালাবার জন্য ওর বাড়ি পর্যন্ত গিয়েছিলাম।
-তাহলে পালালি না কেন!
-আর বলিস না, বাড়িতে ঢোকার মুখেই কামালের সাথে দেখা। সে আমাকে দেখেই খুশিতে ডগমগ হয়ে বলল, " দাঁড়া, তোদের ট্যাক্সি ডেকে দিচ্ছি।"

জোকস নং ২৮৪

এক ব্যাটায় চাকরীর ইন্টারভিউ দিতে গ্যালে হ্যারে বায়োডাটা তৈরীর একখান ছক দেওয়া হইল। নাম ঠিকানা ইত্যাদি ঘরে সে সঠিক লিখল। ভ্যাজাল বাধল Sex এর ঘরে যাইয়া। অনেক ভাইবা চিন্তা কইরা লিখল
Sex: সপ্তাহে তিন বার করি। কেরানীর কাছে জমা দিলে হ্যায় মহিলা না পুরুষ লিখতে কইল। আবার দীর্ঘক্ষণ ভাইবা লিখল।
 SEX : সপ্তাহে ৩ বার করি, মাইয়া লোকের সাথে, ব্যাটাগো সাথে না।

জোকস নং ২৮৩

এক লোক সুইস ব্যাঙ্কে প্রতিদিন হাজার হাজার ডলার জমা দেয়... মানেজারের একদিন সন্দেহ হল, ভদ্রলোককে ডেকে পাঠালেন... ম্যানেজার - আপনি প্রতিদিন এত টাকা জমা করেন, আপনার আয়ের উতস কী, লোকটি - ভাই আমি একজন জুয়াড়ী, আমি বাজী ধরে টাকা রোজগার করি ... ম্যানেজার - কী বলেন! বাজী ধরে এত টাকা... এ অসম্ভব! নিশ্চই আপনার কোনো দুই নম্বরী ব্যবসা আছে... লোকটি - নারে ভাই আমি সত্য বলছি। আচ্ছা চলেন আপনার সাথেই একটা বাজী হয়ে যাক... ম্যানেজার - কী বাজী...??!!! লোকটি - এক সপ্তাহ পরে আমি যখন আসব তখন আপনার একটা বিচী থাকবে আরেকটা নাই, ১০,০০০ ডলার বাজী... ম্যানেজার একটু ভয় পেলো, কী জানি জুয়াড়ী মানুষ, রাস্তায় বের হলে যদি বিচী কেটে নেয়... তারপর কী একটু ভেবে সে রাজী হল... লোকটি চলে যাবার পর ম্যানেজার তার সিকিউরিটি ডাবল করল, বাসায় ফোন করে বলল এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে, বাসায় ফিরবে না... এক সপ্তাহ সে ব্যাঙ্কেই কাটিয়ে দিলো... এক সপ্তাহ পর ... সেই লোকটি এল সাথে এক চীনা ভদ্রলোক, ম্যানেজার পকেটে হাত ঢুকিয়ে একবার দেখে নিলো... নাহ ঠিক আছে...লোকটি বলললোকটি - সব ঠিক আছে?ম্যানেজার - হ্যা দুইটাই তো আছে...লোকটি - আচ্ছা (চীনা লোককে দেখিয়ে) ইনি পরীক্ষা করে দেখবেন... আপনারা দুজন বাথরুমে যান... বাথরুমে গিয়ে চীনা লোক ম্যানেজারের বিচী ধরে পরীক্ষা করে ফিরে এসে জানালো দুইটা বিচী আছে...তো সেই লোক মানেজারকে ১০,০০০ ডলার দিয়ে বিদায় হল।আধা ঘন্টা পর সেই লোক ১০,০০০ ডলার জমা দিতে এলো...!! ম্যানেজার তাকে ডেকে বললেনম্যানেজার - কী ব্যপার আপনি না এই মাত্র আমার কাছে বাজীতে হারলেন...?!! লোকটি - হুম তা ঠিক আছে, কিন্তু আমি ঐ চীনা ভদ্রলোকের সাথে বাজী ধরেছিলাম যে সুইস ব্যাঙ্কের ম্যানেজারের বিচী হাতানোর ব্যবস্থা করে দিব ২০,০০০ ডলার...!!

জোকস নং ২৮২

প্রশ্ন - পুরুষ ও নারীর বিশেষ অঙ্গের মধ্যে সিনিয়র কে??
উত্তর – নারীর , কারন পুরুষ সব সময় তাকে স্যালুট করে থাকে ।
Share by clicking http://shareAsunHasi.tk/

জোকস নং ২৮১

এক স্বনামধন্য কলেজে গণিত ক্লাশ নিচ্ছেন এক শিক্ষীকা। 
অনেক বার বুঝানোর পর ও ছাত্ররা বুজতাছে না দেখে রেগে বললেন, " আমি তোমাদেরকে ব্রা-কেটে দু দু বার করে দেখালাম তার পরো তোমরা বুজলে না?! "
NB: ব্রাকেট = ( )[ ]
Share with frndz by clicking http://shareAsunHasi.tk/

জোকস নং ২৮০

ক্লাসে স্যার এর পেন্টের জিপার খোলা দেখে ছাত্রীরা হাসচ্ছে । (স্যার ধমক দিয়ে)
স্যার: আর এক বার যদি তোমরা হাসো তাইলে বাইরে বার কইরা খাঢ়া কইরা রাখমু ।
Share with frndz by clicking http://shareAsunHasi.tk/

জোকস নং ২৭৯

দুই গর্ভবতী মহিলা সকালে হাঁটতে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে তারা গল্প করছে কার কি বাচ্চা হতে পারে। তো এক মহিলা বলছে জানো আমি না গর্ভবতী হবার পর খুব শুকিয়ে গেছি, কিছুই খেতে পারছি না। এসব দেখে আমার শ্বাশুড়ি বলেছেন আমার নাকি ছেলে হবে। অন্যজন বললো তার লক্ষণ দেখে নাকি সবাই বলছে মেয়ে হবে। তো অনেক ক্ষণ ধরেই তাদের পাশে দিয়ে ছোট্ট বল্টু মিয়া দৌড়াচ্ছিলো। হঠাৎ সে বলে উঠলো, আন্টি আন্টি আমার না হাতি হবে। মহিলা দুজন থমকে দাঁড়ালেন। তারা জিজ্ঞেস করলো কিভাবে বুঝলে? ছোট্ট বল্টু মিয়া তখন প্যান্ট খুলে ইয়ে দেখিয়ে বললো ......... দেখেন না শুঁড়টা বেরিয়ে আছে !!!!!

জোকস নং ২৭৮

রিয়াদ সাহেবের কান দুটি কাটা পড়েছে বহু আগে। তিনি একটা টিভি চ্যানেল চালান। টিভিতে খবরের জন্যে একজন রিপোর্টার খুঁজছেন তিনি। ইন্টারভিউ বোর্ডে প্রথম প্রার্থীকে জিজ্ঞেস করলেন তিনি, ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’ প্রার্থী একগাল হেসে বললো, ‘নিশ্চয়ই স্যার। আপনার তো দুটা কানই কাটা!’ রিয়াদ সাহেব গর্জে উঠলেন, ‘বেরো এখান থেকে, ব্যাটা নচ্ছাড়!’ দ্বিতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন তিনি। ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। তা, আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’ দ্বিতীয় প্রার্থী খানিকক্ষণ চেয়ে থেকে বললো, ‘জ্বি স্যার। আপনার তো দুটা কানই কাটা!’ রিয়াদ সাহেব গর্জে উঠলেন, ‘বেরো এখান থেকে, ব্যাটা ফাজিল!’ তৃতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন তিনি। ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’ এবার প্রার্থী বললো, ‘জ্বি স্যার। আপনি কন্ট্যাক্ট লেন্স পরে আছেন।’ রিয়াদ সাহেব খুশি হয়ে বললেন, ‘বাহ, আপনি তো বেশ --- তা কিভাবে বুঝলেন?’ ‘সোজা। আপনি চশমা পরবেন কিভাবে, আপনার তো দুটা কানই কাটা!!!’

Friday, September 2, 2011

জোকস নং ২৭৭


সামনে ঈদকে লক্ষ্য করে সবাই শপিং করছে।
বাবুইললা গেল বসুন্ধারা শপিং কমপ্লেক্সে তার বন্ধু মফিজ(ভাড়া হইল ৩০৳) কে নিয়ে।
গিয়ে দেখল ১০০ টাঁকার পণ্য কিনলে Scratch Card ঘষে জিতে নিন “HERO HONDA HUNK” , 42 inch Sony Bravia Television, Dinner set সহ আরও অনেক আকর্ষণীও পুরুস্কার। বাবুইললা চিন্তা করল একটা আন্ডারওয়্যার ১০০ টাঁকা দিয়ে কিনলে Scratch Card ঘষে “HUNK” পাইতেও পারে। মফিজ চিন্তা করল সত্যি যদি পায়, তাইলে সবার মুখে মখে থাকব আন্ডারওয়্যার কিনে “HUNK” পাইসে। যাই হোক দুইজন আন্ডারওয়্যার কিনল আর Scratch Card  ঘষতেই দেখল একটি HUNK লেখা। খুশিতে পাগল হয়ে নিয়ে গেল কমিটির কাছে। কমিটির কাছে নিয়ে যাওার পর কমিটির লোকটি বলল ভাই আপনেতো পুরা কার্ডটাই ঘষেন নাই। কার্ডে লেখা একটি HUNK এর Sticker.   
গাঁধা বাবুইললা আর বেক্কল মফিজ দুইজনই বলদ হয়ে বাসায় ফিরল।

জোকস নং ২৭৬


*এক বড় চাষীর মেয়েকে বিয়ে করার জন্য ঘটক এক দিনমজুরকে প্রস্তাব দিলেন

প্রস্তাব শুনে দিনমজুর বলে, আমাকে কয়েকটা দিন সময়দিন কিছু টাকাপয়সা রোজগার করে নিই

টাকাপয়সা রোজগারের চিন্তা তোমাকে করতে হবে না সব সম্পদের মালিক তো তুমিই হবে এমনকি বাপ হওয়ার জন্যও তোমার পাঁচ মাসের বেশি অপেক্ষা করতে হবে না সবকিছু তৈরিই আছে 

জোকস নং ২৭৫


রাগান্বিত কন্ঠে স্বামী কে বললেন, পুরুষেরা কেন জন্মেছে বলতে পার?

স্বামীঃ মিথ্যে কথা বলার জন্য

আর নারীরা?

সে কথা বিশ্বাস করার জন্য 

জোকস নং ২৭৪


*এক অল্প বয়সী চিত্রভিনেত্রী তার ডাক্তারের কাছে এসে জানালেন, আজকাল অল্পতেই তিনি হাঁপিয়ে ওঠেন, কিছুতেই তার ভালো লাগে না পরীক্ষা করে ডাক্তার জানালেন শরীরে আপনার ভালোই আছে তেমন কোনো রোগ নেই আসলে আপনার দরকার হচ্ছে চেঞ্জ-এর

চেঞ্জঅভিনেত্রী বললেন কত আর চেঞ্জ করবো? জানেন গত দু বছর আমি দুটি স্বামী, তিনটে বাড়ি, চারটেচাকর, পাঁচটা রাধুনী চেঞ্চ করেছি এটা কোন ডাক্তারী পরার্মশ হল!

জোকস নং ২৭৩


*টিচার্ঃ ১০ টা রাসায়নিক দ্রব্যর নাম বলো

ছাত্রঃ

ফ্লোরিন্,

ক্লোরিন্,

ব্রোমিন্,

ইয়াসমিন্,

জেসমিন্,

শারমিন্,

পারভিন্, 

নাসরিন্,

জেরিন্ :P

জোকস নং ২৭২


"একদিন শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ সবাই একটা হেলিকপ্টারে করে যাচ্ছিল... 
তখন খালেদা জিয়া ১০০ টাকার একটা নোট নিচে ফেলে দিয়ে বলল, আমি একজন বাঙ্গালী কে খুশী করলাম 
তখন হাসিনা ৫০ টাকার ২টা নোট ফেলে বলল, আমি জন বাঙ্গালী কে খুশি করলাম 
এবার এরশাদ ১০০টা এক টাকার পয়সা ফেলে বলল, আমি ১০০ জনকে খুশি করলাম 
তখন পাইলট জন কেই ফেলে দিয়ে হেসে উঠে বলল - "হে হে হে আমি ১৬ কোটি মানুষকে খুশী করলাম......"
( Collected )

জোকস নং ২৭১


*স্ত্রীঃ আচ্ছা আমি কেমন্?

স্বামিঃ তুমি হইলা "A,B,C,D,E,F,G,H,I,J,K"

স্ত্রীঃ এই গুলার মানে কি?

স্বামিঃ "Adorable, Beautiful, Cute, Delightful, Elegant, Foxy, Gorgeous, Hot"

স্ত্রীঃ "I, J & K" এই টার মানে কি?

স্বামিঃ
"I'm JUST KIDDING".

জোকস নং ২৬৯


*সাংবাদিক্ঃ অনেক লোকজন খেতে পারতেছে না, আর আপনি দুধ ভর্তি সুইমিং পুল সাতার কাটতেছেন্?

সেরা ধনীঃ কি করব বলেন্? গরু গুলো এত খাটো খাটো যে একটার নিচেও দাড়াতে পারি না

জোকস নং ২৬৮


ক্যাপ্টেন সৈনিকদের ক্লাশ নিচ্ছিলেন, একজন সৈনিক দাঁড়িয়ে বললো, স্যার কুমির কি উড়তে পারে? ক্যাপ্টেন বললেন, না, কুমির উড়তে পারেনা ক্যাপ্টেন ক্লাশের পড়ানোয় মন দিলেন সৈনিকটি দাঁড়িয়েই রইলো কিছুক্ষণ পর আবার বললো, স্যার কুমির কি উড়তে পারে? ক্যাপ্টেন একটু বিরক্ত হয়ে বললেন, যাদের বুদ্ধি হাটুতে তাদের জন্য বলছি, কুমির উড়তে পারে না যথারীতি ক্যাপ্টেন পড়াচ্ছেন আর সৈনিক দাঁড়িযেই আছে আবার একটু পর সৈনিক বললো, স্যার কুমির কি উড়তে পারে? ক্যাপ্টেন এবার রেগে গিয়ে বললেন, যাদের মাথায় গোবর ভরা তাদের জন্য বলছি, কুমির উড়তে পারে না এবার সৈনিকটি বললো, কিন্তু স্যার, জেনারেল স্যার যে বলছিলেন, কুমির উড়তে পারে! ক্যাপ্টেন এবার কয়েক মূহুর্ত ভেবে বললেন, জেনারেল স্যার বলেছেন নাকি? তাহলে কুমির উড়তে পারে তবে খুব নিচ দিয়ে!

জোকস নং ২৬৭


এক পোস্টমাস্টার গেছে দাওয়াত খাইতে, কিন্তু ভুলে বেচারা প্যান্টের চেইন লাগায় নাই পার্টিতে এক লোকের তা দেইখা তো আক্কেল গুড়ুম সরাসরি তো আর বলা যায়না যেচেইন খোলা তাই সে কায়দা কইরা বলল, ভাই, আপনার পোস্টঅফিস তো খোলা কিন্তু পোস্টমাস্টার ইংগিতটা বুঝলো না, সে কয়- না না , পোস্টঅফিসে আমি নিজের হাতে তালা মাইরা আইছি খোলা না, বন্ধই আছে তো লোক যতই বোঝায়, পোস্টমাস্টার বুঝে না, কয় বন্ধ, বন্ধ, নিশ্চয়ই বন্ধ
তো লোকটা হাল ছাইড়া দিয়া চইলা গেলো পরে পোস্টমাস্টার বাসায় ফিরাদেখে তার চেইন খোলা সাথে সাথে সে সব বুঝলো, বুইঝা তো পাইলো ব্যাপক শরম কিছুক্ষণ ঝিম মাইরা থাইকা ফোন করলো লোকটারে ফোন কইরা কয়- ভাই, এইবার আমি বুঝছি আপনি কি বুঝাইতে চাইছিলেন তা ভাই যখন খোলা আছিলো, তখন কি পোস্টমাস্টার ভিতরে ছিলো নাকি বাইরে?