Friday, September 2, 2011

জোকস নং ২৭৭


সামনে ঈদকে লক্ষ্য করে সবাই শপিং করছে।
বাবুইললা গেল বসুন্ধারা শপিং কমপ্লেক্সে তার বন্ধু মফিজ(ভাড়া হইল ৩০৳) কে নিয়ে।
গিয়ে দেখল ১০০ টাঁকার পণ্য কিনলে Scratch Card ঘষে জিতে নিন “HERO HONDA HUNK” , 42 inch Sony Bravia Television, Dinner set সহ আরও অনেক আকর্ষণীও পুরুস্কার। বাবুইললা চিন্তা করল একটা আন্ডারওয়্যার ১০০ টাঁকা দিয়ে কিনলে Scratch Card ঘষে “HUNK” পাইতেও পারে। মফিজ চিন্তা করল সত্যি যদি পায়, তাইলে সবার মুখে মখে থাকব আন্ডারওয়্যার কিনে “HUNK” পাইসে। যাই হোক দুইজন আন্ডারওয়্যার কিনল আর Scratch Card  ঘষতেই দেখল একটি HUNK লেখা। খুশিতে পাগল হয়ে নিয়ে গেল কমিটির কাছে। কমিটির কাছে নিয়ে যাওার পর কমিটির লোকটি বলল ভাই আপনেতো পুরা কার্ডটাই ঘষেন নাই। কার্ডে লেখা একটি HUNK এর Sticker.   
গাঁধা বাবুইললা আর বেক্কল মফিজ দুইজনই বলদ হয়ে বাসায় ফিরল।

0 comments:

Post a Comment