Friday, September 2, 2011

জোকস নং ২৬৮


ক্যাপ্টেন সৈনিকদের ক্লাশ নিচ্ছিলেন, একজন সৈনিক দাঁড়িয়ে বললো, স্যার কুমির কি উড়তে পারে? ক্যাপ্টেন বললেন, না, কুমির উড়তে পারেনা ক্যাপ্টেন ক্লাশের পড়ানোয় মন দিলেন সৈনিকটি দাঁড়িয়েই রইলো কিছুক্ষণ পর আবার বললো, স্যার কুমির কি উড়তে পারে? ক্যাপ্টেন একটু বিরক্ত হয়ে বললেন, যাদের বুদ্ধি হাটুতে তাদের জন্য বলছি, কুমির উড়তে পারে না যথারীতি ক্যাপ্টেন পড়াচ্ছেন আর সৈনিক দাঁড়িযেই আছে আবার একটু পর সৈনিক বললো, স্যার কুমির কি উড়তে পারে? ক্যাপ্টেন এবার রেগে গিয়ে বললেন, যাদের মাথায় গোবর ভরা তাদের জন্য বলছি, কুমির উড়তে পারে না এবার সৈনিকটি বললো, কিন্তু স্যার, জেনারেল স্যার যে বলছিলেন, কুমির উড়তে পারে! ক্যাপ্টেন এবার কয়েক মূহুর্ত ভেবে বললেন, জেনারেল স্যার বলেছেন নাকি? তাহলে কুমির উড়তে পারে তবে খুব নিচ দিয়ে!

0 comments:

Post a Comment