Monday, June 27, 2011
জোকস নং ৭০
আগুনের মতো সুন্দরী এক মেয়ে বারটেন্ডারের টেবিলে এসে বসলো এবং আংগুল দিয়ে ইশারায় বারটেন্ডারকে ডাকলো। বারটেন্ডার ঢোক গিলতে গিলতে এগিয়ে গেলো! মেয়েটি বারটেন্ডারের গালে আদুরে ভংগিতে হাত বুলাতে বুলাতে বললো, "তুমি কি এই বারের ম্যানেজার?" বারটেন্ডার কোন মতে জবাব দিলো, "না।" মেয়েটি এবার বারটেন্ডারের কপাল ও চুলে আস্তে আস্তে হাত বুলাতে লাগলো এবং বললো, "ম্যানেজার কি আছে?" বারটেন্ডার কোন মতে ঢোক গিলে গলা ভিজিয়ে বললো, "ন.. না। "মেয়েটি এবার আংগুল দুটো ধীরে ধীরে বারটেন্ডারের কপাল নাক ছুইয়ে তার মুখের ভেতর দিয়ে দিলো! বারটেন্ডার মন্ত্রমুগ্ধের মতো তা ধীরে ধীরে চুষতে থাকলো! মেয়েটি এবার বারটেন্ডারের কানে ফিসফিস করে বললো, "ম্যানেজার এলে বলো যে লেডিস টয়লেটের টিস্যু শেষ হয়ে গেছে !"
0 comments:
Post a Comment