প্রথমে কোন তৃপ্তি পাচ্ছিলাম না। অল্প একটু ঢুকানোর পরে তেমন ভালো লাগছিলো না। মোটেও স্যাটিসফেকশনআসছিলো না। তারপর আরেকটু ঢুকালাম। ভালো লাগতে শুরু করল । আরেকটু ঢুকানোর পর আরো ভালো লাগলো। তারপর যখন পুরাটা ঠিকমত ঢুকালাম, উহ সে কী ফিলিংস! পূর্ণতৃপ্তি পেলাম। সন্তুষ্ট হলাম। মনে হচ্ছিলো যে স্বর্গে পরিভ্রমণ করছি। কী যে ভালো লাগলো!
ভালোভাবে না ঢুকালে আসল মজাটা মিস করতাম ।
.
.
.
.
মোবাইলে গান শোনার সময় ইয়ারফোন ঠিকমত না ঢুকালে আসলে গান শোনার মজা টের পাওয়া যায় না। বিশেষ করে যদি মিউজিক নির্ভর গান, মেটাল ঘরানার গান হয়ে থাকে :)
আপনারা কি ভাবছিলেন?
0 comments:
Post a Comment