Monday, January 23, 2012

জোকস নং ৫৩০ (১৮ +)


এক অশিক্ষিত কৃষক শুকর কিনেছে ১০ টি। কিন্তু সে ভুলে কোন ছেলে শুকর কিনে নাই। সব মেয়ে শুকর কিনেছে। এখন আর শুকর কেনার মতো টাকাও তার নাই। তো সে এক পশু ডাক্তারের সাথে পরামর্শ করতে গেলো যে কিভাবে এই শুকর গুলোকে pregnant করা যায়।ডাক্তার বললো, "যেহেতু আপনি পর্যাপ্ত ছেলে শুকর সরবরাহ করতে পারছেন না তাই আপনাকে artificial sperming করতে হবে।"
artificial sperming বলতে কৃষকটি যে কি বুঝলো তা সে আর ডাক্তার কে বললো না!
সে জানতে চাইলো কিভাবে বুঝা যাবে যে শুকর গুলো pregnant হয়েছে কি হয়নি?
ডাক্তার বললো, "যদি শুকর গুলো pregnant হয় তবে গুলো কাঁদায় গড়াগড়ি খাবে। আর না হলো দল বেঁধে দাঁড়িয়ে থাকবে।"
পরদিন কৃষক তার শুকর গুলো ট্রাকে তুলে একটু দুরের জংগলে নিয়ে গেলো এবং নিজেই সবগুলোকে বার করে "artificial sperm" দিলো!
তারপর ফিরে এলো। পরদিন সকালে কৃষক দেখতে লাগলো যে শুকর গুলো দাঁড়িয়ে আছে না কাঁদায় গড়াগড়ি খাচ্ছে। কিন্তু সে দেখলো যে শুকর গুলো দাঁড়িয়ে আছে!
সে ভাবলো এই sperm কাজ হয় নি। আরো দিতে হবে।তাই সে আবারো শুকর গুলোকে ট্রাকে তুলে জংগলে নিয়ে এবার সবগুলাকে রাউন্ড করে sperm দিলো!!
কিন্তু পরদিন সকালেও সে দেখলো যে শুকর গুলো দাঁড়িয়ে আছে!
সে রেগে মেগে আবারো শুকর গুলোকে ট্রাকে তুলে জংগলে নিয়ে এবার সবগুলাকে রাউন্ড করে sperm দিলো!!!
এত্তোবার sperm দিয়ে তো কৃষকের অবস্থা কাহিল!
পরদিন সকালে তার আর সে শক্তি নেই যে উঠে দেখবে শুকর গুলো কি করছে। 
সে বিছানায় শুয়ে থেকে তার বৌ কে বললো, "দেখ তো শুকর গুলো কাঁদায় গড়াগড়ি খাচ্ছে কিনা?"
তার বৌ দেখে এসে জবাব দিলো, "কাঁদায় তো গড়াগড়ি খাচ্ছে না তবে সবগুলো নিজে নিজেই তোমার ট্রাকে চড়ে বসে আছে আর কয়েকটা তো হর্নও বাজাচ্ছে।"