Wednesday, August 8, 2012

জোকস নং ৭১১।

শফিক মিঞা বেজায় বোকা। গ্রামের সব লোক তাঁকে বোকা বলে খেপায়।

রাগে-দুঃখে বেচারা পাড়ি জমালেন শহরে। শহরে পথ চলতে চলতে তিনি দেখলেন, একটা দোকানে বেশ সুন্দর কিছু টিভি সাজানো আছে। 
দোকানে ঢুকে তিনি বিক্রেতাকে বললেন, ‘ভাই, আমি এই টিভিটা কিনব।’

বিক্রেতা: (রাগত স্বরে) আমরা বোকা লোকদের কাছে বিক্রি করি না।

খুবই বিস্মিত হলেন শফিক মিঞা। এ কী! শহরের লোকেও তাঁকে বোকা বলছে!

পরদিন খুব সেজেগুজে সেই একই দোকানে গেলেন। বেশ ভাব নিয়ে বললেন, ‘শুনুন, আমি এই টিভিটা কিনব।’

দোকানদারের সেই একই জবাব, ‘আমরা বোকা লোকদের কাছে বিক্রি করি না।’
হতবাক হলেন শফিক মিঞা। আরে কী আশ্চর্য!

পরদিন শফিক মিঞা এক ব্যবসায়ীর ছদ্মবেশ নিলেন। দোকানে গিয়ে বললেন, ‘দেখি, আপনাদের দোকানের সবচেয়ে দামি টিভিটা দেখান তো?’
দোকানদারের একই জবাব! ‘আমরা বোকা লোকদের কাছে বিক্রি করি না।’

শফিক মিঞা: আরে ভাই, কী মুশকিল! আমার কী দেখে, কেন আপনার মনে হলো, আমি বোকা?
বিক্রেতা: কারণ, একমাত্র বোকারাই মাইক্রোওয়েভ ওভেনকে টিভি মনে করে! এটা টিভি নয়, মাইক্রোওয়েভ ওভেনের দোকান!
:p





0 comments:

Post a Comment