Wednesday, August 8, 2012

জোকস নং ৭১৪।

ক্লাসে শিক্ষক পড়াচ্ছিলেন। সে সময় এক ছাত্র—

‘স্যার, রাতুল আমাকে কলম দিয়ে ঢিল মেরেছে।’
স্যার—‘কী হে রাতুল! ঢিল কেন মেরেছ?’

রাতুল—‘ইচ্ছে করে মারিনি, স্যার। শিহাবকে মারতে গিয়ে অন্তুর গায়ে লেগেছে।’

স্যার—‘ভুল করলে তার শাস্তি দিতে হয় না। রাতুলকে মাফ করে দিলাম।’

পরদিন ওই শিক্ষকই ক্লাস টেস্টের খাতা দিলেন। তারপর আবার ওই ছাত্র দাঁড়িয়ে,
‘স্যার, আমি ২৫-ই পাই। কিন্তু আপনি আমাকে কম দিয়েছেন।’
স্যার—‘তুমি কত পেয়েছ?’
অন্তু—‘তিন পেয়েছি, স্যার।’
স্যার—‘তাহলে নম্বর বাড়বে কেন?’
অন্তু—‘স্যার, আমি সবগুলোরই উত্তর লিখেছি।’
স্যার—‘তাহলে নিশ্চয়ই ভুল হয়েছে?’
অন্তু—‘ভুল তো হয়েছেই। কিন্তু আপনি না গতকাল বললেন ভুলের জন্য শাস্তি দেন না। তাহলে নম্বর কেন কাটবেন?’
:0





0 comments:

Post a Comment