Wednesday, August 8, 2012

জোকস নং ৭১২।

চার বোকা কয়েদি মিলে জেল থেকে পালানোর পরিকল্পনা এঁটেছে।

প্রথম কয়েদি: সামনে তো অনেক উঁচু দেয়াল, একটা বড় মই পেলেই হয়।

দ্বিতীয় কয়েদি: ডান দিকে লোহার গেট, পার হতে হলে করাত লাগবে।

তৃতীয় কয়েদি: বাম দিকে ডাক্তারদের কোয়ার্টার, ওদিকে গেলেই ধরা পড়ে যাব।

চতুর্থ কয়েদি: (মন খারাপ করে) পেছন দিয়ে তো পালানো যাবেই না, পেছনে কিছুই নেই! 
:p





0 comments:

Post a Comment