Sunday, October 30, 2011

জোকস নং ৩৪৫

একটা মা উট আর বাচ্চার মধ্যে কথা হচ্ছে :
বাচ্চা উটঃ মা আমাদের পা এত লম্বা কেন?
মা উটঃ মরুভুমিতে ভালমত দৌড়ানোর সুবিধার জন্য আমাদের পা এত লম্বা।
বাচ্চা উটঃ মা আমাদের চোখের পাপড়ি এত বড় বড় কেন?
মা উটঃ মরুভুমির বালু যেন আমাদের চোখের মধ্যে না ঢুকে সেই জন্যে আমাদের চোখের পাপড়ি এত বড় বড়।
বাচ্চা উটঃ মা আমাদের পিঠের উপর এত বড় কুজ কেন?
মা উটঃ আমাদের এই কুজের মধ্যে পানি জমা থাকে। যেন আমরা মরুভুমিতে অনেকদিল পানি ছাড়া চলাফেরা করতে পারি।
বাচ্চা উটঃ মা, আমাদের মরুভুমিতে চলাফেরা করার জন্য এত কিছু আছে, কিন্তু মা……
মা উটঃ কি বাবা?
বাচ্চা উটঃ এত কিছু থাকার পরও আমরা ঢাকা চিরিয়াখানায় কেন?
:P

জোকস নং ৩৪৪

২ বন্ধু রাস্তা তে হাটতে হাটতে গল্প করছিলো... উলটো পাশ থেকে ২ টা মেয়ে আসছিলো...হটাৎ
১ম বন্ধুঃ " সর্বনাশ...আমার বউ আর প্রেমিকা একসাথে আসছে..."
২য় বন্ধুঃ " হে আল্লাহ... আমারো..."
:p

জোকস নং ৩৪৩

সিনেমার নাম গুলো যদি এমন হতোঃ
*"লাইক্" না মিলেঙ্গি দুবারা।
*কাভি ফেসবুক, কাভি টুইটার।
*হাম ব্লক হো চুকে সানাম।
*ফেসবুক নে বানা দে জোড়ি।
*যাব পোক কিয়া তো ডড়না কিয়া।
*ইনবক্স আজ কাল।
*আজব ফটোস কি গজব ট্যাগিং।
:P

জোকস নং ৩৪২

এক ভদ্রলোক বাসায় তার ল্যাপটপ এ জরুরী অফিসিয়ালি কাজ করছিলেন, এমন সময় তার নতুন বৌ এসে বলল ওঠনা একটু গেম খেলব.
ভদ্রলোক ল্যাপটপ বন্ধ করে বললঃ বেডরুম এ চল...

জোকস নং ৩৪১

মেয়েদের টি শার্ট এ লেখা কিছু মজাদার উক্তিঃ
* আপনার যদি এতই সাহস থাকে তো এখানে টাচ করুন।
* ছেলেদের ধ্বংসের অস্ত্র।
* লুকিং ( looking) ফ্রি , টাচিং ( touching ) ব্যয়বহুল।
*এখোন আরো মজাদার আর সাস্থ্যবান।
*দক্ষ দের দ্বারা পরিক্ষণীয়।
*ইউজ করার আগে ভালোভাবে ঝাকিয়ে নিন।
*আমার মুখ আরেকটু উপরে, এখানে কি দেখেন?
* আপনি কি শুধু এই লেখা টা পড়তেই এখানে তাকিয়েছেন?
:P

জোকস নং ৩৪০


দুপুরে বাসায় কেউ নেই ভীষন সুন্দরী এক ভদ্র মহিলা কাপড় চোপড় খুলে গোসল করছেন এমন সময় বাসার কলিং বেল বাজল মহিলা ভাবলো, এমন দুপুর বেলায় কারও আসার কথা নয় নিশ্চয় ফকির এসেছে শরীর ভিজিয়েছি আবার কাপড় পড়বো? আচ্ছা কাপড় ছাড়াই লুকিং গ্লাস দিয়ে দেখি কে? যদি ফকির হয় তাহলে ভিতর থেকেই না করে দিবো ভিক্ষা দেওয়া যাবেনা মহিলা দরজার ফুটা দিয়ে দেখেন, ফকির নয়, এসেছে পাশের বাসার অন্ধ ছেল বল্টু মহিলা ভাবলেন, কাপড় গায়ে নেই, অন্ধ বল্টুর সাথে দরজা খুলে কথা বললেও সমস্যা কি? তো আর দেখবেনা আমি …..
দরজা খুলে- 
মহিলাঃ কি ব্যাপার বল্টু তুমি এই দুপুর বেলায়, আবার তোমার হাতে মিষ্টিও দেখছি?
অন্ধ বল্টু : জী খালাম্মা, এই মিষ্টিগুলো রাখেন, আম্মা পাঠিয়েছে
মহিলাঃ কি কারনে মিষ্টি, বল্টু?
অন্ধ বল্টু : খালাম্মা আমি আজ  সকাল থেকে দেখতে পাচ্ছি

জোকস নং ৩৩৯


বাবা-মা ঝগড়া করছে,তাদের মাঝে কাকে তাদের ছেলে বেশি ভালোবাসে, এনিয়ে
কিছুক্ষণ তর্কের পর তারা ঠিক করলো, বাগানে বসে থাকা ছেলেকে ঢিল ছুঁড়ে মারবে এবং দেখবে কার নামে ছেলে চিৎকার করে যদি " মা গো" বলে, তাহলে মা জিতলো যদি " বাবা গো" বলে, বাবা জিতলো , তো গাছের পিছনে লুকিয়ে বাগানে বসে থাকা ছেলেকে ঢিল ছুঁড়ল ছেলে চিৎকার করে উঠলো, "আআআহ!   কোন শালা মারলো রে"

জোকস নং ৩৩৮


ছেলে – I Love U, তুমি এই পৃথিবীর সবথেকে সুন্দর নারী  
মেয়ে আচ্ছা , কিন্তু তোমার পেছনে আমার থেকেও অনেক সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে [ ছেলেটা পেছন ফিরে দেখে কিন্তু সেখানে কেউ ছিল না ]
মেয়ে – (প্রচন্ড রেগে গিয়ে) যদি তুমি আমাকে সত্যিই ভালবাসতে তবে কখনও পেছনে ফিরে দেখতে না ” I hate U .”
ছেলেঠিক আছে কি আর করা তুমি যা বল তাই হবে কিন্তু এই ডাইমণ্ড রিং টা আমি কাকে দেবো? …
মেয়েদেখো কাণ্ড !! আমি কি আমার জানুর সাথে একটু দুস্টুমি করতে পারব না?

জোকস নং ৩৩৭


ছোট মেয়ে তার মাকে বলছে-- জানো মা আপু না অন্ধকারেও দেখতে পায়

মা -- কেমন করে বুঝলি?

ছোট মেয়ে-- প্রাইভেট টিউটরের কাছে পড়ার সময় যখন কারেন্ট চলে গেল তখন আপু না আমার স্যারকে বলছে এই তুমি আজ সেভ কর নাই ক্যান?

জোকস নং ৩৩৬


সে এক আদ্যিকালের কথাএক রাজ্যে ছিল এক বুড়িবুড়ির খুব দু্ঃখতার স্বামী মারা গেছে বহু আগে,কোন ছেলেপেলেও নেইআছে শুধু একটা ছাগলভিক্ষা করে কোনরকমে নিজের আর ছাগলের পেট চলে

তো একদিন বুড়ি ভিক্ষা করছেএক বাড়িতে তাকে ভিক্ষা দিল একটা প্রদীপবুড়ি ভাবল এটা দিয়ে কি করা যায়?যা থাকে কপালে ভেবে ঘষা দিল প্রদীপে

তারপর যা হয় আর কিএক জ্বিন এসে হাজিরবলল,হুকুম করুনআপনার তিনটা ইচ্ছা পূরণ করব

বুড়ি তার প্রথম ইচ্ছা জানাল,আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজপ্রাসাদের মালিক বানিয়ে দাও

যো হুকুমবুড়ি রাজপ্রাসাদে এসে গেল  
আপনার দ্বিতীয় ইচ্ছা কি?

আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকন্যা বানিয়ে দাও
তাই হল

তৃতীয় ইচছা কি?
আমার পোষা ছাগলটাকে পৃথিবীর সবচেয়ে যৌনআবেদনময় পুরুষ বানিয়ে দাও
বুড়ির এই ইচছাও পূরণ হল
আমি এখন মুক্তএই বলে জ্বীন অদৃশ্য হল

সুদর্শন যুবক (যে কিনা আগে ছাগল ছিল) এগিয়ে এল বুড়ির(যে এখন সুন্দরী রাজকন্যা) দিকেবুড়ির নিঃশ্বাস ভারী হয়ে এলবুড়ির কানে কানে সে বলল,আপনার কি মনে আছে শৈশবে আপনি আমাকে ছাগল থেকে খাসী করে দিয়েছিলেন???

জোকস নং ৩৩৫


একবার এক ব্রিটিশ ক্যাপ্টেন রাশিয়ান চীফ অফিসারকে বললো, " আজ  পূর্ণিমার রাত এবং সেই সাথে চন্দ্রগ্রহন অর্থাৎ চাঁদটা ঢাকা পড়বে পৃথিবীর ছায়াতলে ক্রু-রা ইচ্ছে করলে রাত নটায় ব্রীজে এসে এই বিরল দৃশ্য অবলোকন করতে পারে তবে আবেগ আপ্লুত হয়ে কেউ যেন লাফালাফি না করে "
চীফ অফিসার ফিলিপিনো থার্ড অফিসারকে বললো, " সারেং কে বল- আজ পূর্ণিমার রাত, কিন্তু রাত নটায় চাঁদটা হারিয়ে যাবে পৃথিবীর ছায়ায়, এই বিরল দৃশ্য রাত নটায় ব্রীজে গিয়ে ক্রু-রা দেখতে পারে- তবে কেউ প্রফুল্ল হয়ে লাফ দিতে পারবে না এটা ক্যাপ্টেনের আদেশ " 
থার্ড অফিসার চাইনিজ সারেংকে বললো, " আজ পূর্ণিমার রাত এবং ওটা ছায়াতলে হারিয়ে যাবে এই বিরল দৃশ্য দেখে ক্যাপ্টেন ছাড়া আর কেউ লাফ দিতে পারবে না, রাত
টায়  ব্রীজে যাবে সবাই প্রফুল্ল মনে "
সারেং সমস্ত ক্রু-দের ডেকে বললো, " আজ পূর্ণিমার রাত এবং হঠাৎ চাঁদটা উধাও হয়ে যাবে এই দুঃখে ক্যাপ্টেন পানিতে লাফ দিবে এই বিরল দৃশ্য দেখে তোমরা রাত নটায় প্রফুল্ল মনে পার্টিতে যোগ দিবে।  
"