Sunday, October 30, 2011

জোকস নং ৩৩৫


একবার এক ব্রিটিশ ক্যাপ্টেন রাশিয়ান চীফ অফিসারকে বললো, " আজ  পূর্ণিমার রাত এবং সেই সাথে চন্দ্রগ্রহন অর্থাৎ চাঁদটা ঢাকা পড়বে পৃথিবীর ছায়াতলে ক্রু-রা ইচ্ছে করলে রাত নটায় ব্রীজে এসে এই বিরল দৃশ্য অবলোকন করতে পারে তবে আবেগ আপ্লুত হয়ে কেউ যেন লাফালাফি না করে "
চীফ অফিসার ফিলিপিনো থার্ড অফিসারকে বললো, " সারেং কে বল- আজ পূর্ণিমার রাত, কিন্তু রাত নটায় চাঁদটা হারিয়ে যাবে পৃথিবীর ছায়ায়, এই বিরল দৃশ্য রাত নটায় ব্রীজে গিয়ে ক্রু-রা দেখতে পারে- তবে কেউ প্রফুল্ল হয়ে লাফ দিতে পারবে না এটা ক্যাপ্টেনের আদেশ " 
থার্ড অফিসার চাইনিজ সারেংকে বললো, " আজ পূর্ণিমার রাত এবং ওটা ছায়াতলে হারিয়ে যাবে এই বিরল দৃশ্য দেখে ক্যাপ্টেন ছাড়া আর কেউ লাফ দিতে পারবে না, রাত
টায়  ব্রীজে যাবে সবাই প্রফুল্ল মনে "
সারেং সমস্ত ক্রু-দের ডেকে বললো, " আজ পূর্ণিমার রাত এবং হঠাৎ চাঁদটা উধাও হয়ে যাবে এই দুঃখে ক্যাপ্টেন পানিতে লাফ দিবে এই বিরল দৃশ্য দেখে তোমরা রাত নটায় প্রফুল্ল মনে পার্টিতে যোগ দিবে।  
"

0 comments:

Post a Comment