Sunday, October 30, 2011

জোকস নং ৩৩০


চার কাউবয় একসাথে আগুনের পাশে গোল হয়ে বসে আলোচনা করছে, সবচে দ্রুত কোন জিনিসপ্রথম জন বলছে, ‘চিন্তা, বুঝলে? হাতে কাঁটার খোঁচা খেলে, কিংবা তামাকের ছ্যাঁকা খেলে কী হয়? সেটা চিন্তা হয়ে সাথে সাথে মাথায় ঘা দ্যায়!’ দ্বিতীয়জন বলছে, ‘আরে না চোখের পাতা ফেলা হচ্ছে সবচে দ্রুত চোখের পলক ফেলতে না ফেলতেই আবার সব আগের মতো দেখা যায়
তৃতীয়জন বলছে, ‘উঁহু, আলো দ্যাখো না, সুইচ টিপতেই ঘর থেকে কিভাবে অন্ধকার সরে যায়?’ চতুর্থজন বলছে, ‘ঘেঁচু সবচে দ্রুত হচ্ছে ডায়রিয়াবাকিরা ঘাবড়ে গেলো, ‘কিভাবে, কিভাবে?’‘ গেলোবার মেক্সিকোতে গরু বিক্রির সময় ওদের তরকারি খেয়েছিলাম, বুঝলে? ব্যাটারা এতো ঝাল খায়! রাতের বেলা হোটেলের বিছানায় শুয়ে আছি, হঠাৎ পেটটা কেমন যেন করে উঠলো তারপর আমি কোন চিন্তাও করতে পারলাম না, চোখের পাতিও ফেলতে পারলাম না, এমনকি ঘরের সুইচও টিপতে পারলাম না, তার আগেই

0 comments:

Post a Comment