Sunday, October 30, 2011

জোকস নং ৩৩৯


বাবা-মা ঝগড়া করছে,তাদের মাঝে কাকে তাদের ছেলে বেশি ভালোবাসে, এনিয়ে
কিছুক্ষণ তর্কের পর তারা ঠিক করলো, বাগানে বসে থাকা ছেলেকে ঢিল ছুঁড়ে মারবে এবং দেখবে কার নামে ছেলে চিৎকার করে যদি " মা গো" বলে, তাহলে মা জিতলো যদি " বাবা গো" বলে, বাবা জিতলো , তো গাছের পিছনে লুকিয়ে বাগানে বসে থাকা ছেলেকে ঢিল ছুঁড়ল ছেলে চিৎকার করে উঠলো, "আআআহ!   কোন শালা মারলো রে"

0 comments:

Post a Comment