Friday, October 28, 2011

জোকস নং ৩০৬


* বিয়ে অনুষ্ঠান শেষে হাবলু যখন তার নতুন বউ নিয়ে বাসায় ফিরছিল, তখন বউয়ের বড় ভাই কাঁদতে কাঁদতে হাবলুকে বললেন,‘ভাই, আমার বোনটার দিকে একটু খেয়াল রেখো।
বউয়ের বড় ভাইয়ের কান্না দেখে হাবলুও কেঁদে কেঁদে বলল, ‘ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনিতো আমার বড় ভাইয়ের মতো। আপনার বোন মানেআমারও বোন। ও খুব ভালোই থাকবে।

0 comments:

Post a Comment