কিছু অত্যন্ত ধনী লোকের জীবনযাপন কে আমরা শৈখিনতা বলি। আসলে তা যে কি বিরক্তিকর তাই দেখুন।
প্রশ্নঃ কি পান করবেন? ফলের জুস, চা, কফি, মিল্ক সেক, সোডা, কোল্ড ড্রিংক?
উত্তরঃ না ধন্যবাদ, শুধু চা।
প্রশ্নঃ সিলন চা, লাল চা, গ্রীন টি, হারবাল টি, আইস টি, নাকি হানি টি?
উত্তরঃ সিলন চা।
প্রশ্নঃ কোনটা? ব্লাক না হোয়াইট?
উত্তরঃ হোয়াইট.
প্রশ্নঃ দুধ, কন্ডেন্স মিল্ক নাকি হোয়াইটনার?
উত্তরঃ দুধ।
প্রশ্নঃ ছাগলের, গরুর নাকি ঊটের?
উত্তরঃ গরুর দুধ দেন।
প্রশ্নঃ আফ্রিকান গরু নাকি দেশি গরুর?
উত্তরঃ দেশি।
প্রশ্নঃ ঠান্ডা নাকি গরম?
উত্তরঃ গরম।
প্রশ্নঃ ফুল ক্রিম, লো ফ্যাট নাকি ফ্যাট ফ্রি?
উত্তরঃ থাক লাগবে না, আপনি বরং হোয়াইট টি ই দিন।
প্রশ্নঃ মিষ্টি হিসেবে কি খাবেন, চিনি, সুইটনার নাকি মধু?
উত্তরঃ চিনি দিন।
প্রশ্নঃ আখের চিনি নাকি বিট সুগার?
উত্তরঃ আখের চিনি।
প্রশ্নঃ চিকন দানার নাকি মোটা দানার?
উত্তরঃ আচ্ছা বাদ দেন আমার কিছু লাগবে না। শুধু এক গ্লাস পানি দেন।
প্রশ্নঃ মিনারেল নাকি নরমাল?
উত্তরঃ মিনারেল.
প্রশ্নঃ বোতলের নাকি ক্যান এর?
উত্তরঃ থাক কিছুই লাগবে না। আমি যাই।
0 comments:
Post a Comment