Wednesday, November 30, 2011

জোকস নং ৩৮৭

৪টা পিপড়া এক বনের ভিতর দিয়ে হেটে যাচ্ছে..........
তো এমন সময় এক হাতি কে তারা তাদের দিকে আসতে দেখলো..........

১ম পিপড়া - আমাদের উচিত তাকে মেরে ফেলা।
২য় পিপড়া - আরেহ না, চলো আমরা ঐ হাতির পা ভেঙ্গে দেই।
৩য় পিপড়া - নাহ্, তার চেয়ে চলো আমরা তাকে আমাদের পথ থেকে সরিয়ে দেই।
৪র্থ পিপড়া - আরেহ বাদ দেও , আমরা ৪ জন আর সে একা। শুধু শুধু অসহায় কাউকে ডিস্টার্ব করার কি দরকার?

0 comments:

Post a Comment