Wednesday, November 30, 2011

জোকস নং ৩৭৩ (১৮ +)


ছোট বোন নতুন প্রেম করতেছে, এখন ডেটিং এ যাবে। তো বড় বোন শেখায়ে দিয়েছে, যত ভাল ছেলেই হোক দেখবি শুধু সেক্স করতে চাইবে। তবে একটা বুদ্ধি বলে দেই, তাহলে আর কোন অসুবিধা হবে না। যখনই দেখবি তোর কাপড়ে হাত দিচ্ছে, বলবি, যদি আমাদের একটা বাবু হয় তাহলে কি নাম রাখবে? দেখবে ছেলেটা আর আগাবে না।
তো মেয়েটা এই কথা কয়েকবার বলেছে। সত্যি সত্যি ছেলেটা আর আগায় নাই।
তারপর একদিন, ছেলেটা যেই আদর করতে শুরু করেছে

আমাদের বাবু হলে কি নাম রাখবে?.

ছেলেটা পকেট থেকে একটা কনডম বের করে দেখায়া বলছে যদি এর ভিতর থেকে ও বের হতে পারে..........

0 comments:

Post a Comment