Thursday, August 16, 2012

জোকস নং ৭৪০।

কর্ডলেস টেলিফোন বেজে উঠতেই রিসিভার ওঠাল এক শিশু। তারপর ফিসফিস করে বলল, হ্যালো।
  • :হ্যালো, তোমার বাবা বাড়ি আছেন?
  • :আছেন, কিন্তু ব্যস্ত। ফিসফিস করে বলল শিশুটি।
  • :মা আছেন?
  • :হ্যাঁ, মাও ভীষণ ব্যস্ত।
  • :তাহলে কার সঙ্গে কথা বলব?বাড়িতে আর কেউ আছেন?
  • :পুলিশ ও দমকল কাকুরা আছেন।
  • :তাহলে অন্তত তাদের কাউকে দাও। খুব জরুরি কথা আছে।
  • :তাদেরও ডাকা যাবে না। ভীষণ ব্যস্ত।
  • :হায়! কী নিয়ে তারা এত ব্যস্ত?
  • :আমি লুকিয়ে আছি তো। সবাই আমাকে খুঁজছে। 
  • :p
Top Mobile Games

Partner's site :

3 comments:

আরিফুল ইসলাম said...
This comment has been removed by the author.
আরিফুল ইসলাম said...

বাহ দারুণ জোকস তো। এরকম জোকসই তো পড়তে চাই।

আরিফুল ইসলাম

Joy Babu Jewel said...

নতুন নতুন ভালোবাসার গল্প,বাসর রাতের গল্প ও নতুন নতুন জোকস পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
www.valobasargolpo2.xyz,
বাংলা মজার জোকস,
বাংলা কৌতুক,
হাসির কৌতুক,
bangla jokes,
bangali jokes,
mojar jokes,
bangla funny koutuk,
hasir koutuk,
bangla koutuk,
ভালবাসার গল্প,
valobasar Golpo,
Sad Golpo,
মন করার গল্প,
bangla hasir koutuk doctor jokes

Post a Comment