এইবার ভ্যালেন্টাইনেও দেখলাম একা একা ঘুরে বেড়াচ্ছিস ? তোর একটা গার্লফ্রেন্ড ছিল যে সে কই?
   : আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে।
   : কেন কেন... তোদের তো কঠিন ভালোবাসা ছিল। সুখের ঘরে দুঃখের আগুন লাগাইল কে?
   : আর বইলেন না , ও একদিন কাপড় পাল্টানোর সময় আমি দুর্ঘটনাবশত ওর ঘরে ঢুকে পড়ি।এরপরই আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
   : কেন তুই সব দেইখা ফেলছিস বইলা?
   : আরে না আমি নিজের চোখ ঢেকে ফেলেছিলাম বলে।
 

 
 
 
0 comments:
Post a Comment