এক বয়স্ক লোক ডাক্তারের কাছে গেলন । ডাক্তার সাহেব আমার সন্তানের খুব শখ ।ডাক্তার উনাকে পরীক্ষা নিরীক্ষা করে ঘোষনা দিলেন এই বযসে আপনার পক্ষে বাবা হওয়া সম্ভব নয়।লোকটি রেগে মেগে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসলেন। কয়েক মাস পর আবার সেই লোক এসে হাজির। বিজয়ীর বেশে হাসি হাসি মুখ করে বললেন-ডাক্তার সাহেব আপনার কথা ভুল প্রমাণিত হয়েছে। এই দেখুন আমার স্ত্রীর প্রেগনেন্সি রিপোর্ট। লোকটা রিপোর্টটি ডাক্তারের দিকে ছুড়ে দেয়। ডাক্তার একটু চিন্তা করে বলেন-ঠিক আছে আপনি শান্ত হয়ে বসুন। আমি আপনাকে বুঝাতে চেষ্টা করি আসলে কি ঘটেছে। তার আগে একটি গল্প শুনুন। এক শিকারী বাঘ শিকার করতে জঙ্গলে গিয়েছে। হঠাৎ করে তার সামনে বাঘ এসে উপস্থিত। তখন সে খেয়াল করল ভুল করে সে বন্দুক বাড়ীতে ফেলে এসেছে এবং তার বদলে সাথে করে ছাতা নিয়ে এসেছে। কোন উপায় না পেয়ে শেষে প্রাণ বাচাঁতে অগত্য সে ছাতাটাই বাঘের সামনে তাক করে ধরল। তাকে অবাক করে দিয়ে গুলির শব্দ হল এবং বাঘ মারা গেল। গল্পের এই পর্যায়ে লোকটি নিজের হাতের তালুতে কিল মেরে চেঁচিয়ে উঠে- অসম্ভব এ হতেই পারে না। যত্তসব গাঁজা খুড়ি গল্প। ছাতা দিয়ে কোন দিন গুলি বের হতে পারে না। আর বাঘ যদি সত্যি সত্যি মরে গিয়ে থাকে তাহলেধরে নিতে হবে অন্য কেউ তার বন্দুক থেকে গুলিটা করেছে।এই বার ডাক্তার টেবিল চাপড়ে বলে উঠেন-ঠিক তাই। আমিওতো এতক্ষণ ধরে আপনাকে এটাই বোঝাবার চেষ্টা করছি। আপনার বেলায়ও ঠিক এই ব্যাপারটিই ঘটেছে।
0 comments:
Post a Comment