এক লোকের জন্মদিনে স্ত্রী তাকে একটি ব্যাঙ উপহার দিল। ব্যাঙটি ছিল ব্লোজব দিতে প্রশিক্ষন প্রাপ্ত। লোকটি পেয়ে খুব খুশি হল এবং ঐ দিন রাতেই পরীক্ষা করার কথা বলল। স্ত্রী রাতে নিশ্চিন্তে ঘুমাতে গেল। মাঝ রাতে রান্না ঘরে খটখট শব্দে ঘুম ভাঙল। রান্না ঘরে গিয়ে দেখল স্বামী আর ব্যাঙ রান্না শেখার ব্ই নিয়ে কি যেন করছে। স্ত্রীকে দেখে স্বামী বলল "এটাকে রান্না শেখাচ্ছি। যদি পারি তাহলে তোমার আর কোন প্রয়োজন নেই।তোমাকে তালাক দেব।"
0 comments:
Post a Comment