Saturday, June 25, 2011
জোকস নং ৬৪
এক লোক বারে গিয়ে বিয়ার খেতে থাকলো। এক সময় তার পাশে খুব সুন্দরী একটা মেয়ে এসে বসলো। তো বারে সুন্দরী মেয়ে দেখে লোকটার খুব ইচ্ছা হলো মেয়েটিকে চেখে দেখার! প্রথম স্টেপ হিসেবে সে মেয়েটিকে ড্রিংক্স অফার করলো। কিন্তু মেয়েটির প্রতিক্রিয়া হলো দেখার মতো। মেয়েটি সবার সামনে চিৎকার করে বলে উঠলো, "কি! আপনি আমার সাথে সেক্স করতে চান?! কক্ষনো না!!" এই কথা বলে মেয়েটি বেরিয়ে গেলো। লোকটি তো পুরা ভ্যাবাচেগা খেয়ে গেল! বারের সবাই তার দিকে তাকিয়ে ছিল। সে চরম লজ্জিত হলেও কিছুই হয়নি এমন ভাব নিয়ে বসে বসে বিয়ার খেতে লাগলো। একটু সময় পর সেই মেয়েটি আবার ফিরে এসে তার পাশে বসলো। মেয়েটি বললো, "একটু আগের ঘটনাটির জন্য দুঃখিত। আসলে আমি সাইকোলজির স্টুডেন্ট। আমি দেখতে চাইছিলাম মানুষ চরম লজ্জাজনক অবস্থায় পড়লে কি করে।" এবার লোকটি চিৎকার করে বলে উঠলো, "কি!! শুধুমাত্র ১বার ব্লো-জবের জন্য ২০০ ডলার!! মগের মুল্লুক পাইছো ??"
0 comments:
Post a Comment