Monday, June 20, 2011

জোকস ৪৮


এক দম্পতি এসেছে ডাক্তারের কাছে। স্বামীটা বেশ বয়স্ক কিন্তু স্ত্রী তরুনী। তাদের সমস্যা হলো বাচ্চা হচ্ছে না। ডাক্তার স্ত্রীর কিছু পরীক্ষা করলেন। স্বামীটিকে বললেন আপনার স্পার্ম টেস্ট করতে হবে। তাকে একটা specimen cup দেয়া হলো। বলা হলো কাপটাতে স্পার্ম নিয়ে আসবেন। পরদিন লোকটা খালি কাপ নিয়ে এসেছে।ডাক্তার বলল, কাপ খালি কেনো? -বাসায় গিয়ে বাম হাতে অনেক চেষ্টা করলাম। পারলাম না। পরে মনে হলো ডান হাতে চেষ্টা করি। সেই হাতেও হলো না।-এটা হতে পারে... আপনার বয়স ত আর কম হয় নাই। তা সাহায্য করার জন্য বউকে ডাকতে পারতেন। -বউকে ডাকছি ত। সে হাত দিয়ে চেষ্টা করল ...হলো না...মুখ দিয়ে চেষ্টা করল ...হলো না... - হয়। মাঝে মাঝে এমন হয়। তা অন্য কাউকে ডাকতে পারতেন।-ডাকছি ত। বউয়ের বান্ধবীকে ডাকছি। -বউয়ের বান্ধবী???? -সেও চেষ্টা করে পারল না।-পারল না?? ডাক্তারের ভ্রু কুচকে গেছে। -এরপর বউয়ের বন্ধু এলো। সেও চেষ্টা করল... পারল না।ডাক্তার অবাক- বলেন কি? আপনার বউয়ের দোস্ত??একটা ছেলে??-তবে আর বলছি কি?যাক, সারা রাতে পারলাম না। সকালে হাসপাতালে এলাম। হাসপাতালে এসে নার্সকে বললাম সাহায্য করতে।- আমার নার্সকে? হ্যা। সেও চেষ্টা করল। পারে নাই।-আপনি ত দেখি সবাইকে দিয়ে চেষ্টা করছেন।
-
তা করছি। তবে আপনি বাকি আছেন।-আ আ আ আমি??? ডাক্তার তোতলাচ্ছে... -হ্যা। দেখেন ত চেষ্টা করে কাপটার ঢাকনাটা খুলতে পারেন কিনা?

0 comments:

Post a Comment