Tuesday, June 28, 2011

জোকস ৭৬


বাগানে দাদা নাতি খেলছিলো। একটা গর্ত থেকে একটা কেঁচোকে বেরোতে দেখে নাতি বললো, দাদু, আমি এটাকে গর্তে ঢোকাতে পারবো। দাদা তার সাথে ১০০ টাকা বাজি রাখলো যে সে পারবে না কারণ কেঁচোটা খুব পিচ্ছিল আর নরম ছিলো। ধরাই কঠিন তার ওপর আবার অতটুকু গর্তে ঢোকানো! নাতি বাজি ধরার পর বাড়ির ভিতর গিয়ে একটা স্প্রে নিয়ে এলো। কেঁচোটার সারা গায়ে ছিটিয়ে এক মিনিট অপেক্ষা করলো। ততক্ষণে কেঁচোটা স্প্রের প্রভাবে শক্ত ও সোজা হয়ে গেলো। তখন সে সেটাকে গর্তে ঢুকিয়ে দিলো। দাদা তার কথামতো ১০০ টাকা দিয়ে দিলো। একটু পর দাদা আবার নাতির সাথে দেখা করলো। এবারও তার হাতে একটা ১০০ টাকা নোট দিলো। - দাদু, তুমি তো একবার টাকা দিয়েইছো। আবার কেন? নাতি অবাক! - এটা তোর দাদির পক্ষ থেকে।

0 comments:

Post a Comment