প্লেনে এক মহিলা আর এক পাদ্রী পাশাপাশি বসেছেন। মহিলা : ফাদার আমি আমার মেয়ের জন্য একটা HAIR DRYER কিনেছি। কিন্তু ব্যাগে দিতে মনে ছিল না। হাতে করে নিয়ে যাচ্ছি। চেকিং এ ধরতে পারে। আপনি যদি আপনার আলখাল্লার নীচে করে এটা একটু পার করে দিতেন। পা : ঠিক আছে। তবে আমি মিথ্যা বলতে পারবো না। আমি কোমড়ে করে নিচ্ছি। কাস্টমস : ফাদার আপনার কাছে কি এমন কিছু আছে যাতে আমাদের আপত্তি থাকতে পারে? পা : আমি ঈশ্বরের নামে বলছি আমার মাথা থেকে কোমড় পর্যন্ত তেমন কিছু নেই। কাস্ট : আর কোমড়ের নিচে? পা : এমন একটা জিনিস যা বিশেষ ভাবে ডিজাইন করা। মেয়েদের কাজে লাগে। তারা পছন্দ করে। কিন্তু এটি এখনো ব্যবহৃত হয় নি। কাস্ট : ঠিক আছে। আপনি যেতে পারেন
0 comments:
Post a Comment