Tuesday, June 28, 2011

জোকস ৭৫

প্লেনে এক মহিলা আর এক পাদ্রী পাশাপাশি বসেছেন। মহিলা : ফাদার আমি আমার মেয়ের জন্য একটা HAIR DRYER কিনেছি। কিন্তু ব্যাগে দিতে মনে ছিল না। হাতে করে নিয়ে যাচ্ছি। চেকিং ধরতে পারে। আপনি যদি আপনার আলখাল্লার নীচে করে এটা একটু পার করে দিতেন। পা : ঠিক আছে। তবে আমি মিথ্যা বলতে পারবো না। আমি কোমড়ে করে নিচ্ছি। কাস্টমস : ফাদার আপনার কাছে কি এমন কিছু আছে যাতে আমাদের আপত্তি থাকতে পারে? পা : আমি ঈশ্বরের নামে বলছি আমার মাথা থেকে কোমড় পর্যন্ত তেমন কিছু নেই। কাস্ট : আর কোমড়ের নিচে? পা : এমন একটা জিনিস যা বিশেষ ভাবে ডিজাইন করা। মেয়েদের কাজে লাগে। তারা পছন্দ করে। কিন্তু এটি এখনো ব্যবহৃত হয় নি। কাস্ট : ঠিক আছে। আপনি যেতে পারেন

0 comments:

Post a Comment