Thursday, June 23, 2011

জোকস নং ৬২

একবার এক ছেলে তার বাবা কে দেশ, সরকার আর জনগন কী তা বুঝাতে বলে। বাবা ছেলেকে বলে ধর তুই জনগন, আমি সরকার, তোর মা দেশ। রাত্রে বাবা মা যখন অন্তরঙ্গ অবস্থায় ছিল তখন শব্দ শুনে ছেলে বাবা মায়ের ঘরে উকি দেয়। পরদিন সকালে বাবা ছেলের কাছে দেশ, সরকার ও জনগনের সম্পর্ক জানতে চাইলে ছেলে বলে, "সরকার দেশকে বাঁশ দেয় আর জনগন তা চাইয়া চাইয়া দেখে ।"

0 comments:

Post a Comment