এক লোক এক রেস্টুরেন্টে গিয়ে এক গ্লাস দুধ এর অর্ডার দিল।তাকে দুধ দেয় হল।সে যখন দুধের গ্লাসটা হাতে নিতে যাবে তখন পাশ দিয়ে হেঁটে যাওয়া এক মেয়ের ওড়না পড়ল তার গ্লাসের উপর।তখন লোকটি বলে উঠল: "আপা ওড়না সরান। দুধ খামু। গরম গরম খাইয়া ফালাই, ঠান্ডা হয়া গেলে জুইমা দ্ই হয়া যাইবো"।
0 comments:
Post a Comment