Sunday, June 26, 2011

জোকস ৬৭

খেঁচা মিয়া গেল ডাক্তার এর কাছে। খেঁচা : স্যার আমার ধন ছোট। বড় করার ঔষধ দেন। ডাক্তার : ঠিক আছে। এই ঔষধ টা দিনে ২ বার করে ৩ মাস খাবেন। খেঁচা বাসায় এসে ভাবল যে আস্তে আস্তে খাওয়ার চেয়ে একবারে খেলে ফল তাড়াতাড়ি পাওয়া যাবে। পরের দিন -খেঁচা : ডাক্তার সাহেব দেখেন আমার ধন এতো বড় হয়া গেছে যে ধন দেয়াল ছ্যাদা কুইরা বাইরোইছে। ডা : হায় হায় আপনার বিচি? খেঁচা : বিচি ট্রাকে আইতাছে।

0 comments:

Post a Comment