হাইওয়েতে সড়ক দূর্ঘটনায় একটি প্রাইভেট কার সম্পূর্ন উল্টে গেল। গাড়ির চালক নিখোঁজ। গাড়িকে ঘিরে জনতার বিশাল ভিড়। এক টিভি নিউজ রিপোর্টার কিছুতেই ভিড় ঠেলে ওই জায়গায় যেতে পারছিল না। তাই সে বুদ্ধি করে জোরে জোরে চেচাতে লাগল, "গাড়ির সামনে যে মৃতদেহ আছে উনি আমার বাবা। আমাকে সামনে যেতে দাও." জনতা অবাক হয়ে তার দিকে তাকালো এবং তাকে আগে যেতে দিল। সাংবাদিক গাড়ির সামনে গিয়ে দেখল, একটি গরুর মৃতদেহ পড়ে আছে। এটি কারের নীচে চাপা পড়েছিল।
0 comments:
Post a Comment