Saturday, July 2, 2011

জোকস ১৩৭

(সবার জন্য)
এক গ্রামে এক কৃষক তরমুজের চাষ করতো।কিন্তু প্রতি রাত্রেই গ্রামের পোলাপান ক্ষেতের তরমুজ খেয়ে যেত।এর থেকে বাঁচার জন্য কৃষক ক্ষেতের সামনে একটা নোটিশ টানালো,"সাবধান!এর যেকোন একটি তরমুজের ভিতরে সায়ানাইড আছে"এরপর প্রায় এক সপ্তাহ পোলাপান উত্‍পাত করলো না।এক সপ্তাহ পর একদিন সকালে কৃষক ক্ষেতে গিয়ে দেখলো আগের নোটিশের পাশে নতুন একটা নোটিশে লেখা, "কাকা। আগে একটায় সায়ানাইড ছিল। এখন দুইটায়"

0 comments:

Post a Comment