Saturday, July 2, 2011

জোকস নং ১৫২


অজপাড়াগায়ের এক লোক একই সিনেমা দশ বার দেখেছে। তো তার বন্ধু জানতে চেয়েছে, কিরে ছবিটা এত ভাল? 
:খুব একটা ভাল না। 
:তাইলে এতবার কেন দেখলি? 
: এক জায়গায় নায়িকা নদীর ধারে কাপড় খোলা শুরু করে গোছল করার জন্য। যেই ব্লাউজটা খুলবে তখনই একটা ট্রেন চলে আসে আর নায়িকাকে দেখা যায় না। তো আমি বার বার সুযোগ নিতেছি, ট্রেনটা তো একবার না একবার দেরী করে আসবেই।

0 comments:

Post a Comment