Saturday, July 2, 2011

জোকস ১৪৯

এক লোক গেল পাদ্রীর কাছে। গিয়ে বলল, "ফাদার আমি পাপ করে ফেলেছি। ঘরে বৌ থাকার পরেও বেশ্যা ভাড়া করেছি। কিন্তু তার সাথে করিনি। আমার ওইটা তার ওই জায়গায় ছুঁইয়ে নিয়ে এসেছি। পাদ্রী, "ছোঁয়ানো আর ঢোকানো একৈ কথা। তুমি ঈশ্বরের কাছে ক্ষমা চাও ও দান বাক্সে ৫০০টাকা দাও"। লোকটি ক্ষমা চাইলো এবং দান বাক্সের সামনে গিয়ে টাকা ছুঁইয়ে নিয়ে আসে। পাদ্রী এটা দেখে, "হায়! এটা কি করলে?" লোকটি জবাব দিল, "আপনি তো বললেন ছোঁয়ানো আর ঢোকানে একৈ কথা।"

0 comments:

Post a Comment