Saturday, July 2, 2011

জোকস ১৫৮


খ্যাঁচা মিয়ার শালিদ্বয় ৭টি ডিম দিয়ে তিন জনের মাঝে সমান ভাগে ভাগ করতে বলল। সে তার দুই শালিকে তিনটি করে ডিম দিয়ে নিজে একটি নিল এবং বলল ভাগ হয়ে গেছে। ব্যাখ্যা হিসেবে বলল, "এই একটা ডিম আর আমি উপর ওয়ালার কাচ তিকা দুইটা নিয়া আইচি, এই মোট তিনটা ডিম." উত্তর শুনে উপস্হিত সবাই তাকে বেশরম বলতে লাগল। তখন সে বলল, "আপনেরা উল্টা বুজেন কেন? উপরের ঘরে আব্বাজানরে সালাম করতে গিয়া তার ঘর থিকা দুইটা সেদ্ধ ডিম নিয়া আইচি."

0 comments:

Post a Comment