বল্টু আর তার বউ গলফ খেলা শিখতে গেছে এক পোড় খাওয়া গলফারের কাছে। প্রথমে বল্টুর পালা। কষে বলের ওপর ক্লাব চালালো সে। বল গিয়ে পড়লো ১০০ গজ দূরে। “উঁহু, এভাবে নয়।” এদিক ওদিক মাথা নাড়লো গলফার। “এমনভাবে ক্লাবটাকে আঁকড়ে ধরুন, যেন স্ত্রীর বুক চেপে ধরেছেন।” এই পরামর্শ কাজে লাগিয়ে ক্লাব হাঁকালো বল্টু। এবার বল গিয়ে পড়লো ৩০০ গজ দূরে। সন্তুষ্ট হয়ে এবার বল্টুর বউকে শেখাতে বসলেন গলফার। “কিছু মনে করবেন না ম্যাডাম, ক্লাবটাকে এমনভাবে পাকড়াও করুন, যেন আপনার স্বামীর ঐ প্রত্যঙ্গটি চেপে ধরেছেন। তারপর কষে হিট করুন।” বল্টুর বউ হিট করলো, বল গিয়ে পড়লো ১০ গজ দূরে। গলফার বললেন, “হুম, মন্দ নয়। এবার এক কাজ করুন, ক্লাবটাকে মুখ থেকে নামিয়ে হাত দিয়ে ধরে আবার মারুন তো দেখি!”
0 comments:
Post a Comment