Sunday, July 17, 2011

জোকস নং ২০৮

এক দোকানদার তার দোকানে নতুন কর্মচারী রাখসে। কর্মচারীকে ভাল করে বুজিয়ে দিতেসে কেমনে ব্যাবসা করতে হয়। কর্মচারীর নাম ছিল বাবুইলা। কিছুক্ষণপর এক ক্রেতা এলো,
ক্রেতাঃ ভাই একটা লাক্স সাবন দেনতো।
দোকানদারঃ Oh Sorry!!!  ভাই লাক্স সাবান তো শেষ, কেয়া সাবান আছে আজ এইটা দিয়া কাম চালান।(ক্রেতা চলে গেল)
             বুজলি বাবুইলা এক কোম্পানি মাল না থাকলে অন্য কোম্পানির মাল দিয়া চালাই দিবি। (দোকানদার লাঞ্চে গেল)
             বাবুইলা সব কিছু ঠিকঠাক দেইখা রাখিস...... আমি গেলাম......
After Some Time >>>>>>>>>>>>            কিছুক্ষণ পর আর এক ক্রেতা এলো
২য় ক্রেতাঃ ভাই টয়লেট পেপার দেনতো।
কর্মচারীঃ বাবুইলা অনেকক্ষণ খোঁজাখোজির পর টয়লেট পেপার না পেয়ে সিরিজ পেপার নিয়ে এলো। Oh Sorry!!!   ভাই টয়লেট পেপার শেষ, সিরিজ পেপার আসে আজ এইটা দিয়া কাম চালান।
২য় ক্রেতাঃ সে মনে মনে চিন্তা করতে করতে চলে গেল।
~~ ভাই আপনেরা Comment করেন বলদ ২য় ক্রেতা কি সিরিজ পেপার দিয়া কাম চালাবে ~~    

0 comments:

Post a Comment