Sunday, July 3, 2011

জোকস নং ১৭৬


এক টুপিওয়ালা একবার এক বনের মধ্যে দিয়ে যাচ্ছিল যেতে যেতে তার খুব ঘুম পেল সে তখন একটা গাছের নীচে শুয়ে ঘুমিয়ে পড়ল সেই গাছে ছিল কিছু বানর তারা সবাই সেই টুপিওয়ালার টুপিগুলো মাথায় দিয়ে গাছের উপর উঠে বসল সন্ধার দিকে টুপিওয়ালার ঘুম ভাঙল উঠে দেখল তার কাছে তার নিজের টুপিটা ছাড়া আর কোন টুপি নাই, সব গুলো টুপি বানরগুলো মাথায় পড়ে বসে আছে টুপিওয়ালা একটা ইট ছুড়ে মারল বানরদের দিকে সাথে সাথে বানরগুলোও কিছু ইট ছুড়ে মারল তার দিকে টুপিওয়ালা মাথা চুলকালো বানরগুলোও মাথা চুলকালো তখন টুপিওয়ালার মাথায় একটা বুদ্ধি আসলো সে তার মাথার টুপিটা খুলে ছুড়ে মারল, তখন বানরগুলোও তাদের মাথা থেকে টুপি গুলো খুলে ছুড়ে মারলো টুপিওয়ালা তখন টুপিগুলো নিয়ে বাসায় চলে আসল বাসায় এসে সে তার ছেলেদের সব ঘটনা খুলে বলল এরপর প্রায় বিশ বছর কেটে গেছে সেই টুপিওয়ালার ছোট ছেলে এখন টুপি বিক্রি করে একদিন সেই ছেলেটা সেই বনের মধ্যে দিয়ে যাচ্ছিল যেতে যেতে তার খুব ঘুম পেল সে তখন সেই গাছের নীচে শুয়ে ঘুমিয়ে পড়লো যেখানে তার বাপ ঘুমিয়েছিল সেই গাছ থেকে অনেকগুলো বানর নেমে এসে টুপিওয়ালার সব টুপি নিয়ে মাথায় দিয়ে গাছ চড়ে বসল সন্ধার দিকে টুপিওয়ালার ঘুম ভাঙল উঠে দেখল তার কাছে তার নিজের টুপিটা ছাড়া আর কোন টুপি নাই, সব গুলো টুপি বানরগুলো মাথায় পড়ে বসে আছে তখন তার বাপের বলা গল্পটা তার মনে পড়ে গেল সে তখন একটা ইট ছুড়ে মারল বানরদের দিকে সাথে সাথে বানরগুলোও কিছু ইট ছুড়ে মারল তার দিকে টুপিওয়ালা মাথা চুলকালো বানরগুলোও মাথা চুলকালো সে তখন তার মাথার টুপিটা খুলে ছুড়ে মারল হঠাৎ একটা বানর এসে তার গালে ঠাস করে একটা চড় মেরে বলল, " ছ্যামরা, কি মনে হরছস তোর বাপেই হুদা তোগোরে গল্পো হুনায় মোগো বাপেরা হুনায় না?"

0 comments:

Post a Comment