Tuesday, July 12, 2011

জোকস নং ১৯৭

রফিক সাহেবের Wife -- এর Underware(পেন্টি) হারিয়ে গেছে। তো উনার ধারনা হয়েছে কাজের মেয়েটি সেটা চুরি করেছে। মিসেস রফিক এর সামনেই সে কাজের মেয়ে কে বলছে,
মিসেস রফিকঃ তুমি ছাড়া এই কাজ আর কেউ করেনি।
কাজের মেয়েঃ তওবা তওবা... খালাম্মা এই কাজ আমি কখনই করি নাই।
মিসেস রফিকঃ তুমি ছাড়া এই কাজ করার মত আমার বাসায় আর কেউ নেই। সুতরাং এটা তুমিই চুরি করেছ। তুমি আর কাল থেকে আসবে না। আর তুমি এই মাসের বেতনও পাবে না। এখন বিদায় হও।
কাজের মেয়েঃ স্যার, ও স্যার... আর কেউ না জানুক আপনি তো জানেন আমি নিচে কিছুই পরি না !!!

0 comments:

Post a Comment