Saturday, July 2, 2011

জোকস নং ১৬২


একদা এক রেড - ইনডিয়ান বালক তার প্রভুকে বলল- প্রভু আমি এখন মেয়েদের সাথে দৈহিক মিলনে সক্ষম এবং মেয়েদের সাথে সহবাসে প্রস্তুত।প্রভু কোন প্রকার বরাগভাজন না হয়ে বলল- হে আমার বৎস, প্রকৃত মেয়ে দেহ ভোগের আগে তোমাকে গাছের কাছে যেতে হবে, যাও দিন দিন গাছের সাথে চর্চা করে আসো।বালক ঠিক আছে বলেবেড় হয়ে গেলো গাছের সাথে চর্চা করার জন্য। তিন দিন পর বালক এসে তার প্রভুকে বলল- "আমি তৈরী মেয়ে দেহ ভোগের জন্য।প্রভু তার একাগ্রতায় মুগ্ধ হলো। সে অনেক গুলো নারীর কাছে নিয়ে বলল-নাও এখান থেকে যাকে ভালো লাগে নিয়ে যাও, উপভোগ করো।ছেলে ওখান থেকে তার পছন্দের একজনকে নিয়ে এক নির্জন কক্ষে গেলো। কক্ষের দরজা বন্ধ করে বালক মেয়েটাকে বলল-তুমি তোমার সব কাপড় খোল, তারপর বাকা হয়ে তোমার হাটু ধরো।মেয়েটা একটু বিরক্ত হয়ে জানতে চাইলো-কেন?” বালক বলল-কোনো কথা নাই, যা বলছি তাই করো।মেয়েটি অগত্যা কাপড় খোলে বাকা হয়ে হাত দিয়ে হাটু ধরে দাঁড়াল, ছেলেটি পেছন থেকে জোরে মেয়েটির পশ্চাদে লাথি মারল। মেয়েটি বিরক্ত হয়ে জানতে চাইলো- এই তুমি একি করছো?” ছেলেটি স্বপ্রতিভ উত্তর দিলো- দেখলাম এখানে কোনো মৌমাছির দল আছে কিনা?” 

0 comments:

Post a Comment