Monday, June 20, 2011

জোকস নং ২২


এক লোক ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। বাসটি পথে একটি হোটেলে কিছুক্ষণের জন্য থামলে লোকটি হোটেলের টয়লেটে ঢুকল ।: কেমন আছো? পাশের টয়লেট থেকে কেউ একজন জিজ্ঞেস করল ।: জি, ভালো। আমতা আমতা করে উত্তর দিল লোকটি।: কী করছো? এবার ভারি লজ্জায় পড়ে গেল লোকটি।:ইয়ে। ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি।তারপর লোকটি শুনল পাশের টয়লেটের লোকটি বলছে, ‘হ্যালো, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। তোমাকে যা-ই জিজ্ঞেস করি, পাশের টয়লেটের উজবুকটা তার উত্তর দেয় |

0 comments:

Post a Comment