Monday, June 20, 2011

জোকস নং ৩


এক লোক তার বৌ কে স্ন্দেহ করতো।তার ধারনা ছিল যে তার বৌ আকাম কুকাম করে।লোকটি একদিন কাজের প্রয়োজনে বাড়ির বাইরে গেল ৩ দিনের জন্ন।যাবারআগে গোপনে খাটের সাথে একটা ইট ঝুলিয়ে তা ডুবিয়ে রাখলো এক গামলা দুধের ভিতরে।খাট বেশি নড়াচড়া হলে দুধ ফেটে যাবে।লোকটিবৌ কে সাবধানে থাকতে বলে চলে গেল।৩ দিন পর লোকটি ফিরে এসে জানতে চাইলো কেউ এসেছিল কি না?বৌ বলল যে কেউ আসেনি।লোকটি খাটের নিচে তাকিয়ে দেখলো যে সব দুধ জমে পনির হয়ে গেছে।

0 comments:

Post a Comment