Saturday, July 30, 2011

জোকস নং ২২১

টাশকি মিয়ার সাথে পাশের বাসার মিতা ভাবীর অবৈধ সম্পর্ক আছে। টাশকি তারে একটা বিদেশী ব্রা গিফট করছে। তার সাতদিন পর :

টাশকি : তোমাকে যে বিদেশী ব্রা টা দিছিলাম সেইটা দিয়া কি করছো?
মিতা : সেটা তো পল্টু নিয়া গেছে আমার কাছে থাকে।
টাশকি : তার মানে তুমি পল্টুর সাথেও xxx কর।
মি : তো তোমার কি ধারনা শুধু তোমার সাথেই।
টাশকি : যাই হোক, পল্টু সেটা দিয়া কি করছে।
মিতা : পল্টুর সাথে আবার আইরিনের প্রেম। সে আইরিনকে গিফ্ট করছে।
টাশকি : আইরিন সেটা দিয়া কি করছে?
মি : তা তো জানিনা। কেন, কি দরকার তোমার তা দিয়া?
টাশকি : খুব দরকার। আজ আমার বৌ দেখি সেই ব্রা টা পইরা আছে।

2 comments:

Mobile Download Zone said...

Lol

AsunHasi said...

Thanks... for ur comment

Post a Comment