ছোট্ট বাবুকে প্রশ্ন করলেন মিস,‘ছোট্ট বাবু, বলো তো দেখি, তোমার বাড়ির পাশের পুকুরে তিনটা হাঁস ভাসছে। যদি তুমি একটাকে শটগান দিয়ে গুলি করো, কয়টা থাকবে? ’বাবু খানিকটাভেবে বললো, ‘উমম, তাহলে গুলির শব্দ শুনে সব উড়ে চলে যাবে, একটাও থাকবে না। ’মিস হেসে বললেন, ‘উঁহু, ছোট্ট বাবু, তিনটার মধ্যে একটাকে গুলি করলে বাকি থাকবে দুটো। কিন্তু তোমার চিন্তাধারা আমার পছন্দ হয়েছে। ’বাবুমুচকি হেসে বললো, ‘তাহলে মিস, আমি একটাপ্রশ্ন করি। বলুন তো, আইসক্রীম পার্লার থেকে তিন মহিলা বের হয়েছে কোওন আইসক্রীম কিনে। একজন আইসক্রীম কামড়ে খাচ্ছে, একজন চেটে খাচ্ছে, আরেকজন চুষে খাচ্ছে। এদের মধ্যে কে বিবাহিত? ’মিস খানিকটা ভেবে বললেন, ‘ইয়ে, মানে বাবু, আমার মনে হয় শেষের জন।’ বাবু বললো, ‘উঁহু মিস, এদের মধ্যে যার হাতে বিয়ের আঙটি আছে, সে-ই বিবাহিত, কিন্তু আপনার চিন্তাধারা আমার পছন্দ হয়েছে।’
1 comments:
আপনার চমৎকার জোকস পোস্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ। এই রকম নতুন জোকস পেয়ে আমরা সত্যি উপকৃত। .
এরকম আরও নতুন এবং হট জোকস এর জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট : socialbangla.com
শুধু তাই নয়
socialbangla.com is latest and largest Bangladesh Database. You can find here available latest Bangladeshi news, job news, bd news, Political news, economy news, business news, islamic news, international news, entertainmentnews, sports news, technology news, etc. so you are welcome to socialbangla.com
বাংলা জোকস
হট বাংলা জোকস
১৮+জোকস
কুপাকুপি জোকস
ছাত্র -শিক্ষক জোকস
বল্টু জোকস
আবুল জোকস
রোমান্টিক জোকস
প্রাপ্ত বয়স্ক জোকস
Post a Comment